মিঠাই শেষ হয়েও এখনও রয়ে গিয়েছে মিঠাইয়ের রেশ। সম্প্রতি কলকাতা শহরের এক অ্যাওয়ার্ড শো-তে মিঠাই টিমের হাতে তুলে দেওয়া হল একগুচ্ছ পুরস্কার। জনপ্রিয়তার নিরিখে সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রীর পুরস্কার পান সৌমি আর আদৃত। সঙ্গে সেরা জুটি, সেরা ধারাবাহিকের মতো একগুচ্ছ সম্মান এল মিঠাইয়ের ঝুলিতে। যা মুখে হাসি এনে দিয়েছে সব মিঠাই-প্রেমীদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একাধিক ভিডিয়ো। অ্যাওয়ার্ড নিতে উঠে বলা আদৃত, সৌমিতৃষার প্রতিটা কথা যেন মধুর মতো বাজছে সকলের কানে।
সেরা জুটির অ্যাওয়ার্ড নিতে একসঙ্গেই স্টেজে ওঠেন সিড আর মিঠাই। মাইক হাতে সৌমিতৃষা বলে ওঠেন, ‘এই মিঠাই যুগের পার্ট হতে পেরেছি আমরা দুজনে জি বাংলার জন্য জি বাংলার হাত ধরে। আমি সৌমিতৃষা থেকে মিঠাই হতে পেরেছি। আমার কর্মজীবনের শিকড় মিঠাই।’ আর আদৃত বলেন, ‘ও যেগুলো বলল সেটাই। সঙ্গে সিধাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।’ সবশেষে সৌমিতৃষা বলে ওঠেন, ‘জয় গোপাল।’
বর্তমান সময়ে যখন একের পর এক ধারাবাহিক বন্ধ হচ্ছে তখন মিঠাই চলেছে টানা আড়াই বছর। শেষের দিকে টিআরপি পড়ে এলেও, অনলাইনে ধারাবাহিক নিয়ে মাতামাতি ছিল দেখার মতো। শেষ কদিনের শ্যুটে স্টুডিয়োতে পছন্দের তারকাদের সঙ্গে দেখা করতে ভেঙে পড়েছিল দর্শকদের ভিড়। বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছিল।
মিঠাই-এর নায়িকা সৌমিতৃষাকে খুব জলদি দেখা যাবে বড় পর্দায়। তাও আবার টলিউডের সুপারস্টার দেবের ছবিতে। প্রধান সিনেমায় দেবের বিপরীতে থাকছেন তিনি। এই ছবিতে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়ও। এই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলাকে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘এটা আমার প্রথম ছবি, তাই আমি ভীষণ খুশি। অতনু স্যার (অতনু রায়চৌধুরী), অভিজিৎ স্যার (অভিজিৎ সেন) দেবদা (দেব), সকলেই ভীষণ ভালো, ট্যালেন্টেড মানুষ, ওঁদের নিয়ে আমি কীই বা বলতে পারি। এটা আমার কাছে আশীর্বাদ। অগস্ট থেকে ছবির শ্যুটিং শুরু হবে। শ্যুট হবে নর্থ বেঙ্গলে।’
এই অ্যাওয়ার্ড শো-তে লাল ওয়ান শোল্ডার, থাই চেড়া লাল গাউনে পরে এসেছিলেন সৌমিতৃষা। আর আদৃত বেছে নিয়েছিলেন সাদা পাঞ্জাবি আর চুড়িদার পাজামা। দুজনকে পাশাপাশি মানিয়েছিল বেশ। মিঠাই-ভক্তদের কাছে এ যেন দু চোখের শান্তি। মরুভূমিতে একফোঁটা জলের মতোই!