ছোটপর্দার হার্টথ্রব নায়িকা সৌমিতৃষা কুণ্ডু এবার দেবের নায়িকা। প্রধান ছবিতে দেব ঘরণী রুমির চরিত্রে দেখা যাবে সৌমিতৃষাকে। অভিনেত্রীর প্রথম ছবি নিয়ে অতিউৎসাহী ভক্তরা। আগামী ২২শে ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। এইদিনই রুপোলি পর্দায় জার্নি শুরু হচ্ছে মিঠাইয়ের কন্যে মিষ্টিরও।
হ্য়াঁ, সৌমিতৃষার অনস্ক্রিন কন্যে অনুমেঘা কাহালির প্রথম ছবি ‘কাবুলিওয়ালা’ও মুক্তি পাবে চলতি মাসের ২২ তারিখ। মিঠাই ভক্তরা দারুণ খুশি মা-মেয়ের নতুন ইনিংস ঘিরে আর আদৃত? সিনেমার জগতটা ভালোভাবেই জেনেন উচ্ছেবাবু। বড়পর্দার গণ্ডি পার করে টেলিভিশনের পর্দায় কাজ করেছেন নায়ক। অনুমেঘার নতুন ইনিংস নিয়ে উচ্ছ্বসিত অভিনেতা। ছোট্ট ‘মিনি’কে শুভেচ্ছায় মুড়ে দিলেন আদৃত।
রবীন্দ্রনাথের কালজয়ী ছোটগল্প কাবুলিওয়ালা নিয়ে অতীতে বহুবার ছবি তৈরি হয়েছে। সেই চেনা গল্প নিয়ে এবার দর্শক দরবারে পরিচালক সুমন ঘোষ। এই ছবিতে মিনির ভূমিকায় রয়েছে অনুমেঘা, আর কাবুলিওয়ালা-র চরিত্রে মিঠুন চক্রবর্তী। এছাড়াও থাকছেন আবির চট্টোপাধ্যায়, সোহিনী সরকাররা।
এমনিতে সোশ্যাল মিডিয়ায় খুব বেশি অ্যাক্টিভ নন আদৃত। খুব কম ফেসবুকে পোস্ট করেন, ইনস্টায় তাঁর কোনও অ্যাকাউন্টই নেই। সোমবার ফেসবুকে কাবুলিওয়ালা-র পোস্টার শেয়ার করে উচ্ছেবাবু লেখেন, ‘ছোট্ট মিষ্টি অনুমেঘা! কাবুলিওয়ালার জন্য তোমাকে অফুরান শুভেচ্ছা… খুব ভালো লাগছে আমার প্রিয় অভিনেতার সঙ্গে তোমাকে এক পোস্টারে দেখে, সারা শহর জুড়ে তোমাদের হোর্ডিং… মহাগুরুর সঙ্গে। প্রথমদিনই এই ছবিটা দেখব ঠিক করে ফেলেছি’।
আদৃতের শেয়ার করা পোস্টারে দেখা গেল কাবুলিওয়ালার হাত ধরে শহরের গলি ধরে হেঁটে চলেছে মিনি অর্থাৎ অনুমেঘা। আদৃতের এই মিষ্টি পোস্টের জবাব দিতে ভোলেননি অনুমেঘা। আদৃত অ্যাঙ্কেল-কে আদুরে ‘থ্যাঙ্ক ইউ’ জানিয়েছে সে। অন্যদিকে মিঠাই দিদির জন্য আগেই বিশেষ বার্তা দিয়েছিল এই খুদে।
এক ভিডিয়ো বার্তায় অনুমেঘাকে বলতে শোনা গেল, ‘মিঠাই দিদি তুমি কি তোমার মিষ্টিকে ভুলে গেছো? মিষ্টি কিন্তু তোমাকে ভুলিনি! আমার আর তোমার প্রথম সিনেমা, কাবুলিওয়ালা আর প্রধান, আসছে এই ক্রিসমাসে। কী মজা না! তোমার আর আমার সিনেমা একসাথে আসছে। অল দ্য বেস্ট অফ প্রধান মিঠাই দিদি, আমি কিন্তু কাবুলিওয়ালার মিনি..’।
অনুমেঘার ‘কাবুলিওয়ালা’র জন্য শুভেচ্ছা বার্তা এলেও, এখনও পর্যন্ত আদৃতের তরফে তাঁর মিঠাই-নায়িকার জন্য কোনও স্পেশ্যাল মেসেজ আসেনি। মিঠাইয়ের শেষলগ্নে দুই আদৃত-সৌমিতৃষার মন কষাকষি নিয়ে কম চর্চা হয়নি, যদিও সেইসব ভুলে শেষদিনের শ্যুটিংয়ে পরস্পরকে আগলেছিলেন তাঁরা। আগামিদিনেও আদৃত-সৌমিতৃষাকে একফ্রেমে দেখতে উদগ্রীব ভক্তকূল, সেই আশা কী মিটবে?