বাংলা নিউজ > বায়োস্কোপ > Pilu Update: রঞ্জার জীবনে নতুন প্রেম নিপার রুদ্রদা! ‘পিলু’তে এন্ট্রি ফাহিমের,বড় টুইস্ট গল্পে

Pilu Update: রঞ্জার জীবনে নতুন প্রেম নিপার রুদ্রদা! ‘পিলু’তে এন্ট্রি ফাহিমের,বড় টুইস্ট গল্পে

কাহানিতে বিরাট টুইটস্ট

এবার মিঠাই-এর আরও এক জনপ্রিয় তারকার পদার্পণ পিলুতে। সোমদার পর এবার পিলু-তে চলে গেল নিপার রুদ্রদা!

‘পিলু’ সিরিয়ালের ভক্তদের জন্য ধামাকা খবর। টেলিপাড়া সূত্রে খবর খুব শীঘ্রই এই সিরিয়ালে এন্ট্রি নিতে চলেছেন ‘মিঠাই’ খ্যাত তারকা ফাহিম মির্জা। হ্যাঁ, নিপার রুদ্রদাকে এবার দেখা যাবে ‘পিলু’তেও। সোম (অভিনেতা ধ্রুব সরকার) তো আগে থেকেই পিলু-তে রয়েছে আর এবার পালা রুদ্রর। সবচেয়ে বড় কথা হল ধ্রুবর সঙ্গেই প্রতিযোগিতায় নামতে চলেছেন ফাহিম। ভাবছেন ব্যাপারটা কী?

আসলে ‘পিলু’র যে প্রোমো শেষ সামনে এসেছে সেখানে দেখা গিয়েছে রঞ্জাকে বিষ খাইয়ে মেরে ফেলবার চেষ্টা করছে তাঁর স্বামী মল্লার। রঞ্জা মনেপ্রাণে মল্লারকে ভালোবাসালেও মল্লালের মনে রঞ্জার প্রতি কোনওরকম আবেগ নেই। কিন্তু রঞ্জা মৃত্যুমুখে পড়লে নিজের ভুল বুঝবে মল্লার তেমনটাই আশা অনুরাগীদের। আর দুজনের সম্পর্কে প্রেমের অ্যাঙ্গেল হাজির হওয়ার আগেই এসে যাচ্ছে তৃতীয় ব্যক্তি। রঞ্জার নতুন নায়ক হিসাবেই এন্ট্রি নিচ্ছেন ফাহিম। জানা যাচ্ছে, রঞ্জার কলেজ জীবনের বন্ধুর চরিত্রেই খুব সম্ভবত দেখা যাবে ফাহিমকে।

রঞ্জার জীবনে পুরোনো বন্ধুর আগমনে মল্লারের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ কীভাবে বদলাবে সেটাই এখন দেখবার। 

 

বন্ধ করুন