বাংলা নিউজ > বায়োস্কোপ > সেটে এখন কেমন সম্পর্ক মিঠাই আর সিডের? বিতর্কে মুখ খুললেন অনস্ক্রিন বাবা সমরেশ

সেটে এখন কেমন সম্পর্ক মিঠাই আর সিডের? বিতর্কে মুখ খুললেন অনস্ক্রিন বাবা সমরেশ

সিড আর মিঠাইয়ের ঝগড়া নিয়ে যা বললেন সমরেশ ওরফে অভিনেতা কৌশিক চক্রবর্তী।

এর আগে আত্মপক্ষ সমর্থনে কথা বলেছেন দুই তারকাই। এবার মিঠাই আর সিডকে নিয়ে কথা বললেন তাঁদের অনস্ক্রিন বাবা সমরেশ। আদৃত আর সৌমিতৃষাকে নিয়ে কী জানালেন কৌশিক চক্রবর্তী?

গত সপ্তাহে টিআরপি-তে বড় পতন এসেছে গত সপ্তাহে। যে ধারাবাহিক ছিল দর্শকের চোখের মণি, তার হাল এরকম কী করে হল সেটা নিয়েই এখন চর্চা। নানা ধরনের পোস্ট চোখে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ দোষ দিচ্ছে সৌমিতৃষা কুণ্ডু আর আদৃত রায়কে। তাঁদের ধারণা মিঠাই আর সিদ্ধার্থের ঝামেলার কারণেই এরকম হাল হয়েছে ধারাবাহিকের। 

এর আগে আত্মপক্ষ সমর্থনে কথা বলেছেন দুই তারকাই। এবার মিঠাই আর সিডকে নিয়ে কথা বললেন তাঁদের অনস্ক্রিন বাবা সমরেশ। আদৃত আর সৌমিতৃষাকে নিয়ে কী জানালেন কৌশিক চক্রবর্তী? 

কৌশিকবাবু জানালেন, ‘অনেক সংবাদমাধ্যমেই আদৃত আর সৌমিতৃষার সম্পর্ক নিয়ে অনেক কথা হচ্ছে। তবে আমি দর্শকদের অনুরোধ করব সেসবে কান না দিতে। দশটা বাটি পাশাপাশি থাকলে ঠোকাঠুকি তো লাগবেই। তা মিটেও যাবে। মান অভিমান হবে আবার ভাব ভালোবাসাও হবে।’ আরও পড়ুন: সৌমিতৃষার সঙ্গে মনোমালিন্যের চর্চা নিয়ে প্রথমবার মুখ খুললেন আদৃত

সৌমিতৃষাও আগে এই সুরেই কথা বলেছেন। তাঁর সাফ কথা আদৃতের সাথে যতই ঝামেলা হোক তা যদি স্ক্রিনে ধরা না পড়ে, তবে এত হইচই করার কিছু হয়নি। সঙ্গে বলেছিলেন, তাঁদের এরকম ঝগড়া প্রায়ই হয়। আবার দিনকয়েক যেতে না যেতে মিটে যায়। 

আর উচ্ছেবাবু এক সাক্ষাৎকারে স্পষ্ট জানালেন, ‘লোকেরা শো’টা দেখছে সেটা এনজয় করুক। আর আমাদের ব্যক্তিগত জীবনে কার সাথে কী সম্পর্ক, কে কত বন্ধু… আমি অনেকসময়ই দেখি কিছু পেজে মানুষজন স্টুপিড জিনিসপত্র লেখে।’

বন্ধ করুন