শাড়ি ছেড়ে ওয়েস্টার্ন পোশাকে মোদক বাড়ির মেয়েদের ডিনার ডেট, ছবি ভাইরাল সোশ্যালে।
1/5টিভির সেরা পরিবার এখন মোদকরা। মিঠাই পরদার গল্প হলেও এর চরিত্রগুলো মানুষের মনে জায়গা করে নিয়েছে বর্তমানে। সম্প্রতি ফ্যানপেজ থেকে একটা ছবি শেয়ার করা হয়েছে সোশ্যালে। যেখানে দেখা যাচ্ছে ডিনার ডেটে যাকে বলে কবজি ডুবিয়ে খাওয়াদাওয়া করছেন মিঠাই, ঠাম্মি, পিপি, টেস, নিপারা।
2/5সাদা শর্ট ড্রেস পরে আছে মিঠাই সৌমিতৃষা। টেস পরেছে সাদা টপ আর শর্টস। ঠাম্মিও শাড়ি ছেড়ে বেছে নিয়েছে ট্রাউজার আর টপ। পিপি থেকে নিপা-- সকলেই সেজেছে ওয়েস্টার্ন পোশাকে।
3/5কবজি ডুবিয়ে খাওয়াদাওয়ায়ও হল। নান থেকে বিরিয়ানি, ভুরিভোজ হল জমিয়ে। একগাল হেসে ছবির জন্য পোজও দিলেন সবাই মিলে।
4/5মিঠাইয়ের সেটের এই বন্ধুত্বই বারবার ধরা পড়ে টিভিতে। সেটেও চলতে থাকে নানা রকমের খুনশুটি। মাঝে সৌমিতৃষা আর আদৃতের মধ্যেকার ঝামেলা নিয়ে সরগরম হয়েছিল টলিপাড়া। তাতে নাম জড়িয়েছিল কৌশাম্বিরও। তবে বোঝাই যাচ্ছে, সব ভুল বোঝাবুঝি মিটিয়ে ফের একসঙ্গে মিঠাই পরিবারের মেয়েরা।
5/5আপাতত মিঠাই-তে দেখা যাচ্ছে প্রমীলা সাহার চক্রান্ত ফাঁস করে মিঠাই আর সিড। শাগরেদ গোজুকে ধরে তুলে দেয় পুলিশের হাতে। যদিও গোজু ভয়ে নাম নেয় না প্রমীলার। অন্য একজনের উপরে সেই দোষ চাপিয়ে দেয়। আসল অপরাধী ধরা না পড়লেও মনোহরা ফিরে পায় মোদক পরিবার। তবে সামনে আসছে আরও বড় টুইস্ট। কারণ প্রমীলার যড়়যন্ত্রের মেঘ যে এখনও কাটেনি।