মিঠাই কি বন্ধ করা হচ্ছে? নিম ফুলের মধু-র প্রোমো প্রকাশ্যে আসবার পর থেকেই এই প্রশ্নে ছয়লাপ নেটমাধ্যম। মিঠাই ভক্তদের তো চিন্তায় ঘুম উড়েছিল রাতের। তবে সৌমিতৃষা, উদয়রা খানিক আশ্বস্ত করবার পর খানিক স্বস্তি ফিরেছে। এর মাঝেই সামনে এল বড়সড় আপটেড। খুব শীঘ্রই শেষ হচ্ছে জি বাংলার অপর সিরিয়াল ‘পিলু’। হ্যাঁ, বছর ঘোরবার আগেই বন্ধ করা হবে এই ধারাবাহিক।
টেলিপাড়া সূত্রে খবর, ‘নিম ফুলের মধু’র জন্য বিদায় নিচ্ছে ‘পিলু’। শুরু থেকেই ‘পিলু’র আকর্ষণ ছিল দুই ভিন্নধর্মী সঙ্গীতের দ্বন্দ্ব। তবে গল্প আস্তে আস্তে পালটে যায়। এমনকী আহির-পিলুর বদলে গল্পের মূল আকর্ষণ হয়ে ওঠে রঞ্জা-মল্লার। অনেকে যেমন এই বদল পছন্দ করেছিল, অনেকে আবার চ্যানেলের জমিয়ে সমালোচনাও করেছে। পিলু-আহিরের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করেছে চ্যানেল এমন অভিযোগও উঠেছে। এর মাঝেই সিরিয়াল শেষের গুঞ্জন কানে আসছে।
সূত্র বলছে নভেম্বরের শুরুতেই হবে ‘পিলু’র শেষদিনের শ্যুটিং। সব ঠিক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহেই শেষ সম্প্রচার এই সিরিয়ালের। জানা যাচ্ছে, পিলু-র সেটেই নাকি শ্যুটিং হবে ‘নিম ফুলের মধু’র। যদিও এই নিয়ে এখনও মুখ খোলেনি চ্যানেল কর্তৃপক্ষ বা ধারাবাহিকের সঙ্গে যুক্ত কেউই। এখন প্রশ্ন হল, নতুন ধারাবাহিক কি ‘পিলু’র স্লটেই আসবে? নাকি জায়গা হারাতে পারে অন্য কোনও প্রাইমটাইম শো? সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

প্রসঙ্গত, ‘নিম ফুলের মধু’তে লিড রোলে থাকছেন ‘যমুনা ঢাকি’র নায়ক রুবেল দাস এবং স্টার জলসার জনপ্রিয় নায়িকা ‘জবা’ পল্লবী শর্মা। সিরিয়ালের প্রথম ঝলক ইতিমধ্যেই সাড়া ফেলেছে। টিআরপি-র দৌড়ে খানিক পিছিয়ে থাকা জি বাংলাকে কতটা এগিয়ে দেবে এই ধারাবাহিক? সেই উত্তর পেতে এখনও মাসখানেকের অপেক্ষা।