ফের বিয়ের পিঁড়িতে বসেছে মিঠাই! এবার সে বিয়ে করতে চলেছে রনিকে! মিঠাইয়ের স্মৃতি হারানোর সুযোগেই এই বিয়ে করতে চাইছে রনি। কিন্তু তাতে বাঁধ সাধল সিদ্ধার্থ। এমনই চাঞ্চল্যকর মোড় নিয়ে মিঠাই ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে এল।
বৃহস্পতিবার, ১৬ মার্চ জি বাংলার তরফে মিঠাইয়ের নতুন প্রোমো ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানে দেখা যাচ্ছে মিঠাই লাল শাড়ি পরে একটি কালি মন্দিরের সামনে বসে আছেন। তাঁর পাশে রয়েছেন বিয়ের পোশাক আছেন রনি। তাঁদের বিয়ে চলছে। মিঠাইকে যখন রনি সিঁদুর পরাতে যান তখন সিদ্ধার্থ এসে তাঁকে বাঁধা দেন। মারতে শুরু করেন খলনায়ককে। এবং ঘটনাচক্রে সিদ্ধার্থের হাত থেকেই সিঁদুর গিয়ে সেই মিঠাইয়ের সিঁথিতেই পড়ে।
তবে এতটুকুই নয়। আরও দেখা যায় সিদ্ধার্থ আর রনির মারপিটে চলছে যখন তখন আগুন লেগে যায় বিয়ের আসরে। এমন অবস্থায় মিঠাইয়ের স্মৃতি ফিরে আসতে থাকলে সে অজ্ঞান হয়ে যায়। কিন্তু আদৌ কি শেষ পর্যন্ত তিনি তাঁর স্মৃতি ফিরে পাবেন? তাঁর এবং সিদ্ধার্থের মিল হবে? সেই প্রশ্নই যেন উঠে এল এই প্রোমো থেকে। এই ভিডিয়ো পোস্ট করে চ্যানেলের তরফে লেখা হয়, ‘রনির সাথে মিঠাইয়ের বিয়ে কি আটকাতে পারবে সিদ্ধার্থ?’
এখন সন্ধ্যা ৬টায় মিঠাই দেখা যায়। যদিও আগে এটা রাত ৮টায় প্রাইম টাইমে দেখা যেত, কিন্তু এখন নিম ফুলের মধু আসায় এটিকে সন্ধ্যা ৬টার স্লটে পাঠানো হয়েছে। কিন্তু হলে কি হবে, এখনও এই ধারাবাহিকের বিপুল জনপ্রিয়তা আছে। যদিও এরই মধ্যে এই ধারাবাহিক বন্ধ হওয়ার খবর আসছে। জানা যাচ্ছে ২৩ এপ্রিল শেষবার দেখা যাবে এই সিরিয়াল।