বাংলা নিউজ > বায়োস্কোপ > Mithai Latest Episode: 'মিঠাই'-এর নতুন পর্বে বড় চমক! কী ঘটতে চলেছেন জেনে নিন

Mithai Latest Episode: 'মিঠাই'-এর নতুন পর্বে বড় চমক! কী ঘটতে চলেছেন জেনে নিন

কী ঘটতে চলেছে মিঠাই-সিদ্ধার্থের জীবনে?

'মনোহরা'য় উৎসবের মরশুম। সিদ্ধার্থ বাড়ি ফিরছে বলে কথা! ছেলের মঙ্গল কামনা করে অনুরাধাকে আরতি করতে বলে সুষমা।

ওমি আগরওয়ালকে খুনের দায়ে গ্রেফতার সিদ্ধার্থকে আদালতে তোলা হয়। জামিন পাওয়া প্রায় অসম্ভব। তবু হাল ছাড়তে নারাজ মিঠাই। গোপালকে নিয়ে সে শুনানিতে হাজির।

কী ভাবে মারা গেল ওমি? সিদ্ধার্থর বিরুদ্ধেই বা তাকে খুনের অভিযোগ উঠল কেন? এমনই একাধিক বিষয় নিয়ে তর্ক চলতে থাকে। নিজেদের বক্তব্য রাখে দুই পক্ষের আইনজীবী। মুশকিল আসান করে রাতুলের ফোনে রেকর্ড হওয়া একটি ভিডিয়ো। ওমি-সিদ্ধার্থকে হাতাহাতি করতে দেখা যায় সেখানে।

রাতুলের ফোনে ভুল করে রেকর্ড হওয়া সেই ভিডিয়োর সত্যতা নিরূপণের আদেশ দেয় আদালত। সিদ্ধার্থ জামিন পায়। এক সম্ভ্রান্ত পরিবারের সদস্য সে। শিক্ষিতও। এমন একজন মানুষ কখনই সমাজের ক্ষতি করতে পারে না। আদালতের এই রায়ের উপর ভিত্তি করেই জামিন পায় সিদ্ধার্থ।

(আরও পড়ুন: জামিন পেয়ে বাড়ি ফিরবে সিদ্ধার্থ? জেনে নিন কী ঘটবে 'মিঠাই'-এর নতুন পর্বে)

সারা রাত জেগে জন্মাষ্টমীর প্রস্তুতি নিয়েছিল মিঠাই। সে জানত, তার গোপালই বাড়ি ফিরিয়ে আনবে উচ্ছেবাবুকে। তার বিশ্বাসেই ঘরের ছেলে ঘরে ফিরল।

(আরও পড়ুন: খুনের দায়ে হাজতে সিদ্ধার্থ! কী করতে চলেছে মিঠাই? জেনে নিন নয়া পর্বের গল্প)

'মনোহরা'য় উৎসবের মরশুম। সিদ্ধার্থ বাড়ি ফিরছে বলে কথা! ছেলের মঙ্গল কামনা করে অনুরাধাকে আরতি করতে বলে সুষমা। আর তখনই বাড়ি ফিরে আসে সিদ্ধার্থ। ছেলেকে দেখে আবেগঘন অনুরাধা। তাকে বরণ করে বাড়িতে আনে সে। মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে সিদ্ধার্থ।

এর পরেই শুরু উৎসব। জন্মাষ্টমীতে 'মনোহরা'য় নাচগান, হইচই। ফের পুরনো ছন্দে মোদক পরিবার। জীবন-মৃত্যুর লড়াই, আইনি জটিলতা কাটিয়ে আপাতত নিশ্চিন্ত তারা। কিন্তু এই আনন্দ টিকবে তো? আবার কোনও নতুন বিপদে জর্জরিত হবে না তো মিঠাই আর তার পরিবার? এখন সেটাই দেখার।

বন্ধ করুন