বাংলা নিউজ > বায়োস্কোপ > Mithai Latest Episode: ওমির মৃত্যুর প্রতিশোধ নিতে ফিরল আদিত্য! কী ভাবে বিপদ কাটিয়ে উঠবে মিঠাই? জেনে নিন

Mithai Latest Episode: ওমির মৃত্যুর প্রতিশোধ নিতে ফিরল আদিত্য! কী ভাবে বিপদ কাটিয়ে উঠবে মিঠাই? জেনে নিন

সিদ্ধার্থকে নতুন বিপদের হাত থেকে বাঁচাতে পারবে মিঠাই?

ভাই ওমির মৃত্যুর প্রতিশোধ নিতে দেশে ফিরেছে আদিত্য। সিদ্ধার্থর ক্ষতি করার পরিকল্পনা তার। সেই পথেই এক ধাপ এগিয়ে 'মনোহরা'য় পৌঁছয় সে।

ঘরের ছেলে ঘরে ফিরেছে। খুশির আমেজ 'মনোহরা'য়। জন্মাষ্টমী পালন করা হচ্ছে সেখানে। গোপালকে দোলনায় দুলিয়েছে সিদ্ধার্থ-মিঠাই।

হইহুল্লোড়ের পাশাপাশি চলেছে ননী মাখনের হাঁড়ি খোঁজার প্রতিযোগিতা। তার পরেই আবার নাচগান। রাতুল-শ্রীতমা, সিড-মিঠাই— তাক লাগিয়ে দেয় মোদক পরিবারের দুই জুটি। জীবন-মৃত্যুর লড়াই, আইনি জটিলতা কাটিয়ে আপাতত নিশ্চিন্ত মোদক পরিবার। ফের পুরনো ছন্দে সকলে।

ওমি আগরওয়ালকে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছিল সিদ্ধার্থ। রাতুলের ফোনে রেকর্ড হয়ে যাওয়া একটি ভিডিয়োর সুবাদে অবশেষে জামিন পায় সে। ফিরে আসে 'মনোহরা'য়। কিন্তু এই আনন্দ টিকবে তো? আবার কোনও নতুন বিপদে জর্জরিত হবে না তো মিঠাই আর তার পরিবার? এই সব প্রশ্নের উত্তর পাওয়া গেল আদিত্য আগরওয়ালের আগমনে।

(আরও পড়ুন: এনজয় ইওরসেলফ! ইংরেজিতে গোপালকে জন্মদিনের শুভেচ্ছা জানাল সিড, হেসে লুটোপুটি সকলে)

ভাই ওমির মৃত্যুর প্রতিশোধ নিতে দেশে ফিরেছে আদিত্য। সিদ্ধার্থর ক্ষতি করার পরিকল্পনা তার। সেই পথেই এক ধাপ এগিয়ে 'মনোহরা'য় পৌঁছয় সে। নিজের অভিপ্রায়ের কথা যদিও কাউকে বুঝতে দেয়নি আদিত্য। বরং দুঃসময়ে তার পরিবারের পাশে থাকার জন্য সিদ্ধার্থ এবং বাকি সকলকে ধন্যবাদ জানায়। তাকে নিয়ে যদিও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছে না মোদক পরিবারের সদস্যরা।

(আরও পড়ুন: জামিন পেয়ে বাড়ি ফিরবে সিদ্ধার্থ? জেনে নিন কী ঘটবে 'মিঠাই'-এর নতুন পর্বে)

অনেক ঝড়ঝঞ্ঝার পর সিদ্ধার্থকে পাশে পেয়েছে মিঠাই। আদালতে স্বামীকে নির্দোষ প্রমাণ করা যাবে তো? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তার মনে। স্ত্রীকে আশ্বস্ত করে সিদ্ধার্থ। জানায়, সে সব কিছু সামলে নেবে। কিন্তু আদৌ সব সামলানো যাবে কি? ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ফাঁদ পাতছে আদিত্য। এই নতুন বিপদ থেকে সিদ্ধার্থকে বাঁচাতে পারবে মিঠাই? এখন সেটাই দেখার।

বন্ধ করুন