দেখতে দেখতে একসঙ্গে এক বছর পার। সকলের অগোচরে বিয়ের জন্মদিন উদযাপন করল সিদ্ধার্থ-মিঠাই।
স্ত্রীকে চমকে দিয়েছে সিদ্ধার্থ। নিজের মনের মতো করে 'মনোহরা'কে সাজিয়ে তুলেছে। নিজের হাতে স্ত্রীকে শাড়ি পরিয়ে দেয়। মনের মতো করে সাজিয়ে তোলে তাকে। এর পরেই মিঠাইয়ের জন্য গান ধরে সে। গিটার বাজিয়ে 'কেসারিয়া'র সুরে মিঠাইয়ের প্রতি নিজের ভালোবাসা ব্যক্ত করে।
মিঠাইও থেমে থাকেনি। উচ্ছেবাবুর জন্যও অপেক্ষা করছিল বিশেষ উপহার। আটপৌরে সাজ ত্যাগ করে কালো শিফন পরে বরকে চমকে দেয় সে। তার জন্য নাচও করে। সিদ্ধার্থ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারেনি! স্ত্রীর নাচের প্রশংসা করে তার স্বীকারোক্তি, পুরনো মিঠাইকেই ফিরে পেতে চায় সে।
(আরও পড়ুন: মিঠাইয়ের জন্য গিটার বাজিয়ে 'কেসারিয়া' গাইল সিড! তার পর যা হল...)
এ সবের মাঝেই ছবি দেখে ফিরে আসে হল্লা পার্টি। আর ফিরেই উদযাপনের আঁচ পেয়ে যায় তারা। লুকিয়ে বাড়িতে ঢুকে পড়ে সকলে। হাতেনাতে ধরে ফেলে সিদ্ধার্থ-মিঠাইকে। ব্যাস, তার পরেই শুরু খুনসুটি, ঠাট্টা-মস্করা। মিঠাইয়ের সাজ দেখে অবাক তার নীপা-শ্রীতমারা।
(আরও পড়ুন: ফাঁকা বাড়িতে মিঠাইকে শাড়ি পরাবে সিড! ধারাবাহিকের নতুন পর্বে রয়েছে বড় চমক)
সকলকে ব্রাত্য রেখে বিবাহবার্ষিকী উদযাপন? এমন 'অন্যায়' মেনে নেওয়া যায়? 'সুবিচার'-এর দাবি তোলে রাজীব। আর তখনই আশ্রম থেকে এসে পড়ে বাড়ির গুরুজনেরা। দাদু ঘোষণা করে, শাস্তি পেতে হবে সিদ্ধার্থ-মিঠাইকে। কিন্তু কী সেই শাস্তি? মালাবদল করতে হবে সিদ্ধার্থ-মিঠাইকে! সবাইকে অবাক করেই রাজি হয়ে যায় সিড। অবশেষে মালাবদল হয়। সন্দীপের ক্যামেরায় লেন্সবন্দি হল মুহূর্তরা।
অন্য দিকে, ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে নতুন ফাঁদ পাতছে আদিত্য। স্থানীয় কাউন্সিলার প্রমিলা সাহার সাহায্য চায় সে।
কোন নতুন বিপদের মুখোমুখি হবে 'মনোহরা'? শত্রুকে আটকাতে পারবে সিদ্ধার্থ-মিঠাই? এখন সেটাই দেখার।