বাংলা নিউজ >
বায়োস্কোপ >
সিদ্ধার্থ-মিঠাইয়ের জীবনে আসবে ফুটফুটে একরত্তি? জেনে নিন কী ঘটবে ধারাবাহিকে
সিদ্ধার্থ-মিঠাইয়ের জীবনে আসবে ফুটফুটে একরত্তি? জেনে নিন কী ঘটবে ধারাবাহিকে
Updated: 05 Aug 2022, 08:38 PM IST
লেখক Sanchari Kar
গুঞ্জন, নতুন সদস্য আসতে চলেছে মোদক পরিবারে। মা-বাবা হবে সিদ্ধার্থ-মিঠাই। শুরু হবে নতুন অধ্যায়। এ নিয়ে নেটমাধ্যমেও চর্চা নেহাত কম নয়।
1/8'বাংলার সেরা' তকমা ফিরে পেতে কোনও ত্রুটি রাখেননি 'মিঠাই'-এর নির্মাতারা। ওমি আগরওয়ালের প্রত্যাবর্তন, নায়িকার জীবন-মৃত্যুর লড়াই, তার কোমায় চলে যাওয়া- সব মিলিয়ে গল্পে টানটান উত্তেজনা। ফলও মিলেছে হাতেনাতে। টানা দু'সপ্তাহ ধরে রেটিং চার্টের শীর্ষে জি বাংলার এই ধারাবাহিক।
2/8সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মিঠাই। আর ফিরেই নীপা-রুদ্রর ফুলশয্যার তোড়জোড়। আপাতত 'মনোহরা'য় খুশির মরশুম। ঘরের 'মেয়ে' ঘরে ফিরেছে বলে কথা! 'সিধাই'-এর (সিদ্ধার্থ-মিঠাই) রসায়ন দেখে আপ্লুত দর্শক।
3/8গুঞ্জন, নতুন সদস্য আসতে চলেছে মোদক পরিবারে। মা-বাবা হবে সিদ্ধার্থ-মিঠাই। শুরু হবে নতুন অধ্যায়। এ নিয়ে নেটমাধ্যমেও চর্চা নেহাত কম নয়। সত্যিই কি নতুন মোড় নেবে ধারাবাহিকের গল্প?
4/8পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস বললেন, 'জানি না এ ধরনের কথা কেন রটেছে। কিন্তু এ রকম কিছু হবে বলে আমার জানা নেই। চ্যানেল কর্তৃপক্ষের কোনও পরিকল্পনা আছে কি না, সে বিষয়েও ধারণা নেই। তবে আগামী দু'তিন মাসে গল্পে এমন কোনও মোড় নেই।'
5/8তা হলে কি সবটাই মিথ্যা? নিছক গুঞ্জন? রাজেন্দ্র প্রসাদের কথায়, 'যে কোনও জনপ্রিয় জিনিসকে নিয়েই চর্চা বেশি হয়। এ ক্ষেত্রেও হয়তো তা-ই। মানুষ আমাদের ধারাবাহিককে ভালোবাসছেন। তাই এত আলোচনা।'
6/8সাম্প্রতিক কালে 'মিঠাই' নিয়ে আরও একটি গুঞ্জন চাউর হয়। শোনা যায়, খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে ধারাবাহিকটি। অনুরাগীদের আশ্বস্ত করে পরিচালক বলেন, 'বহু দিন ধরেই এই কথা আমরা শুনে আসছি। কিন্তু আদৌ তেমন কিছুই হচ্ছে না।'
7/8পরিচালকের সুর সৌমিতৃষার গলায়। তিনি জানান, এখনই বন্ধ হচ্ছে না ধারাবাহিক। 'মিঠাই' থাকছে অনুরাগীদের কাছেই।
8/8টিআরপি তালিকায় পুরনো জায়গা ফিরে পেয়েছে 'মিঠাই'। উচ্ছ্বসিত অনুরাগীরা। সৌমিতৃষা যদিও প্রতিযোগিতায় বিশ্বাসী নন। এক সাক্ষাৎকারে হিন্দুস্তান টাইমস বাংলা-কে তিনি বলেন, 'দেড় বছর ধরে মানুষ আমাদের ভালোবাসছেন। একটা সময়ে আমরা টিআরপি তালিকা পর্যন্ত দেখতাম না। জানতাম কী ফল আসবে। নতুন নতুন ধারাবাহিক আসবে, এক নম্বর হবে। সেটাই তো স্বাভাবিক। এ সব নিয়ে আমরা কেউই কখনও আলাদা করে ভাবি না।'