এবার কি TRP তালিকায় বদলাবে মিঠাই-এর ভাগ্য? আপতত ‘হালুম’কে ঘিরে এগোচ্ছে জি বাংলার এই ধারাবাহিক। কে হালুম? তাঁর বাবা-মা কারা? কিছুই জানে না সিদ্ধার্থ-মিঠাই। কিন্তু এই ক'দিনেই হালুমকে আপন করে নিয়েছে তাঁরা। কিন্তু খুব শীঘ্রই বড় বদল আসতে পারে মিঠাই-এর গল্পে, অন্তত তেমনটাই জল্পনা। মিঠাই ভক্তদের দীর্ঘদিনের দাবি সোমদাকে মোদক বাড়িতে দেখতে চায় তারা। অবশেষে সেই ইচ্ছাপূরণ হওয়ার ইঙ্গিত মিলল।
একটা সময় ‘মিঠাই’-এর গল্পের অবিচ্ছেদ্য অংশ ছিল সোম মানে অভিনেতা ধ্রুব সরকার। তোর্সার সঙ্গে সোমের বিয়ের পর তাঁদের প্রেমের গল্প দেখতেও আগ্রহী ছিল দর্শক। কিন্তু কোথায় কী! ‘মিঠাই’ ছেড়ে ‘পিলু’ ধারাবাহিকে যোগ দেয় ধ্রুব। মল্লার হিসাবে দারুণ জনপ্রিয়তাও পায়, কিন্তু সোমকে ভীষণ মিস করেছে ভক্তরা। বারবার তাঁকে ফেরানোর দাবিতেও সরব হয়েছে। অবশেষে কামব্যাকের ইঙ্গিত দিলেন অভিনেতা।
সম্প্রতি ফেসবুকে মোদক পরিবারের পুরুষ ব্রিগেডকে নিয়ে একটি ছবি পোস্ট করে ‘রাজীব’ সৌরভ। ছবিতে নন্দার স্বামীর পাশে দেখা মিলল শ্যালক সিদ্ধার্থ, স্যান্ডি এবং ভাই রাতুলের। ছবির ক্যাপশনে লেখা, ‘লাল-নীল-সবুজের মেলা বসেছে’।
ছবিতে লাল, নীল, হলুদ ও সবুজ পাঞ্জাবিতে ধরা দিয়েছেন মোদক পরিবারের এই সদস্যরা। এই ছবির কমেন্ট বক্সে ধ্রুব লেখেন, ‘I'm coming’ (আমি আসছি)। ব্যাস, এই মন্তব্য দেখেই আশায় বুক বাঁধছে মিঠাই ভক্তরা। ধ্রুব মন্তব্যের জবাবে সৌরভ লেখেন, ‘তোমাকে আমরা প্রতিদিনই মিস করছি’।
প্রসঙ্গত, টেলিপাড়া সূত্রে খবর, আগামী মাসের শুরুতেই শেষ হচ্ছে ‘পিলু’। তাই এবার হয়ত সোম সত্যি ফিরবে মিঠাই-তে, অন্তত সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
গত বছর লক্ষ্মীপুজোর পরপরই সোম-তোর্সার বিয়ের ট্র্যাক দেখানো হয়েছিল। তাই হয়ত বিবাহবার্ষিকীতেই ফিরবে সোম, এমনটাই আশা ভক্তদের।