এগিয়ে যাচ্ছে ‘মিঠাই’-এর গল্প, পাশাপাশি বদলে যাচ্ছে ৫৬ বারের বেঙ্গল টপার ধারাবাহিকের! এতদিন ধরে অনেক ভক্তই এই কঠিন সত্যিটা মেনে নিতে পারছিল না। সোশ্যাল মিডিয়ায় লাগাতার চ্যানেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছিল যাতে ‘মিঠাই’-এর স্লট বদল না করা হয়। কিন্তু কথামতোই আগামী ১৪ই নভেম্বর থেকে মিঠাই দেখানো হবে সন্ধ্যা ৬টার স্লটে। প্রোমো দিতে সোমবার সেই ঘোষণা সেরে ফেলল চ্যানেল কর্তৃপক্ষ।
দীর্ঘ কয়েক মাস ধরে ভক্তদের দাবি সত্ত্বেও মিঠাই-এর কোনও প্রোমো সামনে আনেনি চ্যানেল, ‘মিঠাই’কে ইচ্ছাকৃত অবহেলা করছে জি বাংলা কর্তৃপক্ষ এমন অভিযোগে সরব হয়েছে একাধিক ভক্ত। কিন্তু সেসব কথা কানে নেয়নি নির্মাতারা। নতুন অধ্যায় শুরুর ঝলক অবশেষে প্রকাশ্যে এল। মিঠাইয়ের প্রেগন্যান্ট হওয়ার ট্র্যাক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই হবে সাধের অনুষ্ঠান। যা উঠে এল প্রোমোয়।
সাধের দিন টুকটুকে লাল শাড়িতে সেজেছে মিঠাইরানি। গা ভর্তি সোনার গয়না, মাথায় ফুলের মালায় যেন নতুন কনে মিঠাই। ‘মোদক বাড়ির গোপাল আসবে বলে কথা’- ঘোষণা দাদাইয়ের। আনন্দে ভাসছে গোটা পরিবার। সাধের দিনও পালাবদলের ডাক তুফান মেলের। মিঠাই সাফ জানালো, ‘আমি যেমন মা হচ্ছি, উচ্ছেবাবুও তো বাবা হচ্ছে- তাহলে আমি একা কেন সাধ খাব? উচ্ছেবাবুও খাবে।’ ব্যাস ওমনি হল্লা পার্টি চেঁচিয়ে উঠল- ‘জয় গোপাল’।
এই প্রোমো দেখে রীতিমতো ইমোশ্যানাল ভক্তরা। একজন লিখেছেন, ‘এই প্রোমোটা আগে দিলে আর স্লট হারাতে হত না। জি বাংলা মিঠাইয়ের সঙ্গে অবিচার করল’। অপর একজন লেখেন, ‘এটা ৮টায় হলে নিশ্চয় বেঙ্গল টপার হতো’। আরেক মিঠাই ভক্ত আক্ষেপের সুরে লেখে, ‘জি কাকু চাইলেই মিঠাইকে ভালো করে প্রোমোট করতে পারতো। আদিত্য আগারওয়ালের ফেরাটা নিয়ে প্রোমো হতে পারতো, ওদের অ্যানিভার্সারি সেলিব্রেশনের প্রোমো হতো, চাইলে প্রমিলা লাহাকে নিয়েও একটা প্রোমো করতে পারতো… কিছুই করলো না’।
আরও পড়ুন-মা কালীর পায়ের নীচে মুচড়ে যাচ্ছে ফেয়ারনেস ক্রিম! ভাইরাল পোস্ট শেয়ার স্বস্তিকার
এখন প্রশ্ন হল নতুন স্লটে কি পুরোনো ম্যাজিক ধরে রাখতে পারবে মোদক পরিবার? কারণ এমনও কানাঘুষো শোনা যাচ্ছে, নতুন স্লটে ভালো ফল না করলে বছর শেষের আগে বন্ধ হতে পারে এই ধারাবাহিক। তাই মিঠাই ভক্তরা কিন্তু মনে মনে বলছে ‘গোপাল হেলেপ’!