বিজয়ার আবহে বড় চমক দিলে আরাত্রিকা মাইতি এবং আর্য দাশগুপ্ত। বেশ কিছুদিন ধরে ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে তাঁদের প্রেমের গুঞ্জন। আর এবার পুজো শেষে একসঙ্গে ছবি পোস্ট করে অনুরাগীদের জানালেন ‘শুভ বিজয়া'।
বর্তমানে বাংলা টেলিভিশনের অতি পরিচিত নাম আরাত্রিকা মাইতি। কুড়ির গণ্ডি এখনও পার করেনি অভিনেত্রী। তবে তার আগেই মেগার সুবাদে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন নায়িকা। জি বাংলা-র ‘খেলনা বাড়ি’ মেগায় প্রথম নজর কাড়েন আরাত্রিকা। সম্প্রতি তাঁকে ‘মিঠিঝোরা’য় ‘রাইপূর্ণা’-এর চরিত্রে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: 'গানের গলা অতটাও ভালো না…’ আলিয়ার গান গাওয়া নিয়ে কেন এমন বললেন করিনা?
কিছুদিন মাত্র হল জীবনের নতুন মাইলস্টোন ছুঁয়েছেন আরাত্রিকা। নিজের কষ্টার্জিত টাকায় অভিসিক্তার কাছে ফ্ল্যাট কিনেছেন। আর তার মাঝেই চর্চা আরাত্রিকার জীবনে নাকি উঁকি দিচ্ছে প্রেম। কানাঘুষোয় খবর আর নাকি সিঙ্গল নন অভিনেত্রী। আর সেই খবরকে আরও উস্কে দিল অভিনেত্রীর বিজয়ার পোস্ট। সেখানেও আর্যর সঙ্গে রংমিলান্তিতে ধরা দিলেন আরাত্রিকা।
অভিনেত্রীর পরনে ছিল রূপালি জড়ির কাজ করা লাল শাড়ি। সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ করে পরেছিলেন রূপালি রঙের ব্লাউজ। গায়ে গয়নার লেশমাত্র ছিল না। হালকা মেকাপের সঙ্গে কপালে টিপ, কানের পাশে গোঁজা স্বর্ণচাঁপা ফুল আর রোদ চশমায় দারুণ উজ্জ্বল দেখাছিল নায়িকাকে। অন্যদিকে, আর্যও অভিনেত্রীর সঙ্গে রং মিলিয়ে পরেছিলেন লাল রঙের পাঞ্জাবি। তাঁর চোখেও ছিল রোদ চশমা। তবে কি সত্যি প্রেম করছেন আরাত্রিকা-আর্য? সেই বিষয়ে অবশ্য কেউই এখনও মুখ খোলেননি।
আরও পড়ুন: ‘বহুরূপী’র গানে জমিয়ে ভাসান ডান্স কৌশানীর! আহিরীটোলায় শশী পাঁজার সঙ্গে মাতলেন সিঁদুর খেলাতেও
স্যোশাল মিডিয়ায় তাঁদের এই মিষ্টি ছবি আপলোড করে অভিনেত্রী ক্যাপশনে 'শুভ বিজয়া' লিখে তাঁর অনুরাগীদের বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের এই ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীরা মন্তব্য বিভাগ ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। এক ভক্ত খানিক রসিকতা করে আরাত্রিকার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়েছে যে, ‘কে গো দিদি এটা তোমার পাশে?’ আর একজন লিখেছেন, ‘তোমরা রিলেশনশিপে আছো?’ আর এক ভক্ত লিখেছেন, ‘কারুর নজর যেন না লাগে, খুব ভালো লাগছে তোমাদের একসঙ্গে।’
প্রসঙ্গত, আজকাল দু'জনের সোশ্যাল মিডিয়াতে উঁকি দিলেই নজরে আসছে নাচের রিল ভিডিয়ো। কিছুদিন আগেই ট্রেন্ডিং দক্ষিণী গানের তালে পা মিলিয়ে রিল করেছিলেন দুজনে। এই পোস্টের ক্যাপশনে তিনটি ইমোজি যোগ করেছিলেন আরাত্রিকা। ওদিকে কমেন্ট বক্সে আর্য লিখেছিলেন, ‘আমার ডান্স পার্টনার বড্ড কম্পিটিটিভ।' হ্যাঁ, আপতত নিজেদের সম্পর্ককে এই নামই দিয়েছেন দুজনে। তবে এই ডান্স পার্টনারশিপটা আজীবনের! এমনটাই লিখেছেন তাঁরা।