জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল হল মিঠিঝোরা। প্রথম থেকেই দর্শকদের নজর কেড়েছে এই সিরিয়াল। এবার সেখানে আসতে চলেছে আবারও একটি বড়সড় চমক! আর সেটারই ঝলক এদিন প্রকাশ্যে আনল নতুন প্রোমো ভিডিয়ো। কোয়েলের পর্দা ফাঁস হতে চলেছে।
আরও পড়ুন: 'কাজটা মোটেই ঠিক হল না, সবটা...' ভোটের নিরিখে ইন্ডিয়ান আইডল থেকে বাদ বাংলার সৃজন! চটে লাল অনুরাগীরা
আরও পড়ুন: মেটেনি সেলফির আবদার, স্যার বকুনি দিতে খাদান দেখে ফিরেই আত্মহত্যা! ছাত্রের মা বললেন, 'অপমানটা...'
কী দেখা গেল মিঠিঝোরা ধারাবাহিকে?
এদিন যে প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে এসেছে মিঠিঝোরা ধারাবাহিকের সেখানে দেখা যাচ্ছে অনির্বাণ এবং কোয়েলের বাগদান হচ্ছে। আর সেখানেই উপস্থিত হয় রাই। সে উপহার হিসেবে দেখায় একটি ভিডিয়ো যা সে কিছুদিন আগে একটি ক্যাফেতে গিয়ে রেকর্ড করে এনেছিল।
আরও পড়ুন: ডিসেম্বরেও আত্মহত্যার চেষ্টা করেন চন্দ্রমৌলি! ফসিলস ছেড়ে আসার পরই ডুবতে থাকেন অবসাদে?
এই ভিডিয়োতে দেখা যাচ্ছে কোয়েল এবং নীলু কথা বলছে। কোয়েল বলে ওঠে তার ক্যানসারের মিথ্যে নাটকের কথা। এভাবেই বাগদানের অনুষ্ঠানে কোয়েলের পর্দা ফাঁস করবে রাই। নিজের ভুল বুঝবে অনির্বাণও। স্ত্রীর কাছে ক্ষমাও চাইবে সে। কিন্তু রাই কি সব ভুলে আবারও মেনে নেবে তাকে? প্রোমোতে দেখা যাচ্ছে অনির্বাণ সেই প্রস্তাব দিলে তাকে চড় মারে নায়িকা। এবার কী হয় সিরিয়ালে সেটাই দেখার।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'এতদিন তো এই রাইকে দেখতে চেয়েছিলাম।' কেউ আবার লেখেন, 'একটা কাজের মতো কাজ করল।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এবার জমবে খেলা। দারুণ লাগল প্রোমো।'
মিঠিঝোরা ধারাবাহিক প্রসঙ্গে
মিঠিঝোরা ধারাবাহিকে দেখানো হচ্ছে তিন বোনের গল্প । এই ধারাবাহিকটি সোম থেকে শুক্রবার রাত সাড়ে ৯ টা নাগাদ সম্প্রচারিত হয় জি বাংলার পর্দায়।
আরও পড়ুন: লালন গীতির সঙ্গে কবীরের দোহা মিলেমিশে একাকার! শুভা মুদগলের কণ্ঠে 'স্পষ্ট বাংলা' শুনে অভিভূত নেটপাড়া