'মিঠিঝোরা' বন্ধের গুঞ্জনের মাঝেই নতুন বাড়িতে গৃহপ্রবেশ করলেন ধারাবাহিকের নায়ক 'অনির্বাণ'। নতুন ফ্ল্যাটটি অবশ্য গত মাসেই কিনেছেন ছোটপর্দার 'অনির্বাণ' ওরফে অভিনেতা সুমন দে। তবে সম্প্রতি সেই বাড়িতেই গৃহপ্রবেশ করে থাকতে শুরু করেছেন অভিনেতা।
এর আগে নতুন ফ্ল্যাটে ঢোকার আগে গৃহপ্রবেশের ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ছোটপর্দার 'অনির্বাণ'। রীতিমতো যজ্ঞ করে সেখানে পুজো করতে দেখা গিয়েছিল পুরোহিতদের। সাদা পথরের সিংহাসনে ঠাকুর রেখে, মন্ত্রপাঠ করে হয় পুজো। সেই পুজোয় বসতে দেখা গিয়েছেন অভিনেতা সুমন দে-কেও, উপস্থিত ছিলেন তাঁর বাবা-মা ও পরিবারের লোকজনও। সুমন দে-র কথায়, ‘স্বপ্ন ছিল একদিন কলকাতা শহরকে আমি উপর থেকে দেখব, আজ আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। ’ প্রসঙ্গত, ১১ তলার উপরে রয়েছে সুমন দে-র এই বিলাসবহুল ফ্ল্যাট।
অনেকেই হয়ত জানেন না অভিনেতা সুমন দে আসলে উত্তরবঙ্গের শিলিগুড়ির ছেলে। সেখানে অবশ্য তাঁদের বেশ বড় বাড়ি। একসময় বেঙ্গালুরু থেকে পড়াশোনার পর পাড়ি দিয়েছিলেন মুম্বইতে, লক্ষ্য ছিল অভিনেতা হওয়া। তারপর সেখানে থাকতে গিয়ে শুরুতে চাকরি, আবার কখনও জিম ট্রেনার সহ নানান কাজ করেছেন সুমন। পরে মায়ের কথাতে কলকাতায় ফিরে আসেন। তবে এখানে এসেও একের পর এক অডিশন দিয়েও কাজ মেলেনি। শুরুর দিকে এক কামরার ছোট্ট একটা ঘরে খুবই কষ্ট করে থেকেছেন তিনি। সেই একটা ঘরের মধ্যেই ছিল রান্নাঘর, বসারঘর সবকিছু। আবার কখনও থেকেছেন বন্ধ পার্লারে। তবে এতদিন কষ্ট করার পর অবশেষে নিজের স্বপ্নপূরণ করেছেন অভিনেতা।
সুমন দে নিজেই এক সাক্ষাৎকারে জানান, তাঁর নতুন ফ্ল্যাটটি নেহাত ছোট নয়, বেশ বড়। যেটিকিনা ১১ তলার উপর ১৬৫০ স্কোয়ারফিটের একটা ফ্ল্যাট। চারিদিক খোলা। অভিনেতার কথায়, 'একদিন নিজের স্বপ্নপূরণ করব, বাড়ি কিনব জানতাম, তবে এতবড় ফ্ল্যাট হবে তা কখনও ভাবিনি।' অভিনেতার কথায়, ফ্ল্যাটটি দেখে তাঁর বাবার চোখেও জল এসেছিল। তিনি ভেবেছেন ছেলের পরিশ্রম বিফলে যায়নি। সুমন দে-র কথায়, এই ফ্ল্যাট তিনি পুরোটাই নিজের চেষ্টায় কিনেছেন, এরজন্য বাবা-মা বা অন্য কারোর থেকে ১ টাকায়ও নেননি।