ঝগড়ার মাঝেই ঘুমের ঘোরে কাছাকাছি স্রোত এবং সার্থক। একদিকে যখন রাই অনির্বাণের মাঝে নীলু এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে তখন কি অন্যদিকে স্রোত সার্থকের প্রেম পূর্ণতা পাবে? বলতে পারবে তাঁরা একে অন্যকে মনের কথা?
আরও পড়ুন: তসলিমার কলকাতায় ফেরায় ‘আপত্তি’ কবীর সুমনের? গায়ককে 'জিহাদি' তকমা দিয়ে একহাত নিলেন 'লজ্জা' লেখিকা
আরও পড়ুন: রিয়েলিটি শোতে মালাইকাকে চোখ মেরে চুমু ১৬ বছরের কিশোরের! 'অসভ্য' আচরণে বিরক্ত বিচারক কী ঘটালেন?
কী ঘটেছে?
এদিন জি বাংলার তরফে মিঠিঝোরা ধারাবাহিকের যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে সার্থক তার মনের কথা জানিয়ে দিল স্রোতকে। জানিয়ে দেয় যে সেও ভালোবাসে। কিন্তু সেই কথা কি আদৌ শুনতে পায় স্রোত? না। কারণ সার্থক সবটাই বলে মনে মনে।
এদিনের এই ভিডিয়োতে দেখা যাচ্ছে সার্থক ঘুমের মধ্যে তাদের মধ্যে থাকা 'বর্ডার' পাশবালিশ ছুঁড়ে ফেলে স্রোতের কাছে চলে আসে। তার গায়েও হাত রাখে। স্রোতও ঘুমের মধ্যেই বরকে জড়িয়ে ধরে। আর তাতেই ঘুম ভেঙে যায় সার্থকের, তখন সেই স্ত্রীর দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, 'এই মেয়েটা কেন বোঝে না একে আমি ভালোবাসি। ও তো আমায় ভালোবাসে। ওর সব কাজে, হাবভাব ও তো তাই বোঝায়। শুধু মুখে কোনও কথা আনে না। কিন্তু ও যদি আমায় ভালোবাসে তাহলে কেন এত সহজে ডিভোর্সের কথায় রাজি হয়ে গেল? ও কি আমায় পরীক্ষা করতে চায়? এত জেদ কেন তোমার স্রোত? তুমি কি আমাকে দেখে কিছু ফিল করতে পারছ না?'
এর মধ্যেই স্রোতের ঘুম ভেঙে যায়। সে উঠেই তার কাছে আসার জন্য সার্থককে বকা দিতে থাকে। দুজনের ফের ঝগড়া লেগে যায়। কিন্তু তাও এমন অবস্থায় দুজন কি অবশেষে দুজনের মনে কথা জানাতে পারবে? নাকি তাদের ডিভোর্স হয়েই যাবে? এটার উত্তর সময়ই দেবে।
আরও পড়ুন: শুভশ্রী যতই 'জুনিয়র' তকমা দিন, রুক্মিণীর প্রশংসায় পঞ্চমুখ রূপা! বিনোদিনীর তারিফে কী বললেন?
মিঠিঝোরা প্রসঙ্গে
মিঠিঝোরা ধারাবাহিকটি দর্শকদের মনে জায়গা করে নিলেও টিআরপির ক্ষেত্রে বিশেষ সুবিধা করতে পারছে না। বর্তমানে এই ধারাবাহিক রাত সোয়া দশটা থেকে দেখা যায়।