বেশ ঘটা করেই বিয়েটা করেছিলেন সৃজিত মুখোপাধ্যায়। বাংলাদেশের অভিনেত্রী মিথিলার সঙ্গে সুখের সংসারও বেঁধেছিলেন কলকাতায়। আর সেই সংসারের অন্যতম সদস্য ছিলেন অভিনেত্রীর মেয়ে আইরা। সৎ-মেয়েকে পিতৃস্নেহেই আপন করে নিয়েছিলেন টলিউডের পরিচালক। তবে এখন সেই ছক ভেঙেছে, বহুমাস কলকাতায় পা রাখেনি আইরা। সৃজিত আর মিথিলাও ফ্রেমবন্দি হন না আজকাল একসঙ্গে। বাংলাদেশের নায়িকার কলকাতা আসা এখন শুধুই কাজে।
কেন নিয়ে গেলেন আইরাকে কলকাতা থেকে। সম্প্রতি বাংলাদেশের এক টক শো-তে হাজির হয়ে খোলাখুলি এই নিয়ে কথা বলতে শোনা যায় মিথিলাকে। তিনি বলেন, ‘আফ্রিকায় একটা কথা আছে, একটা বাচ্চাকে বড় করতে পুরো গ্রামের প্রয়োজন। এটাই সত্যি।’ এরপর নিজের বক্তব্য বুঝিয়েও বলেন তিনি। কর্মরত মা তিনি। আইরাও এখন অনেকটাই ছোট। তাই সন্তানের যত্নের জন্য প্রয়োজন পড়ে ঠাকুরদা-ঠাকুমা, শাশুড়ি, বন্ধুদের। আর সেটা রয়েছে বাংলাদেশেই।
তাই আপাতত আইরাও থাকছে সেখানে। মিথিলার কথায়, ‘আমার ঢাকায় চলে যাওয়ার এটাই মূল কারণ ছিল, মেয়েকে পরিবারের সাহচর্য দেওয়া।’
২০১৯ সালে বাংলাদেশের অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেন সৃজিত। আর মিথিলার আগের সংসার, অর্থাৎ মিথিলা ও বাংলাদেশের গায়ক-অভিনেতা তাহসানের কন্যা আইরা। বর্তমানে তাঁর বয়স ১২ বছর। বিয়ের পরপরই আইরর জন্মদিনে সৃজিত ফেসবুকে লিখেছিলেন, ‘শুভ জন্মদিন সেই কারণকে, সে এই অন্ধকার সময়েও আমার জীবনকে অর্থবহ করে তুলেছে, যাঁর জন্য আমি অন্তত হাসতে পারছি’। করোনা লকডাউনের সময় এসেছিল সেই পোস্ট।
২০১৩ সালের ৩০ এপ্রিল জন্ম হয়েছিল আইরা তাহরিম খানের। মিথিলার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার পর আয়রাকে নিজের মেয়ের মতোই ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। মিথিলা-তাহসানের ডিভোর্সের পর মায়ের কাছেই থাকে আইরা, তবে বাবা তাহসানের সঙ্গেও মেয়ের সখ্যতা বজায় রয়েছে পুরো মাত্রায়। কলাকাতায় থাকারসময় আইরাকে কলকাতা ইন্টারন্যাশন্যাল স্কুলে ভর্তি করিয়েছিলেন সৃজিত-মিথিলা।