তাহসান খান। দুই বাংলার অতি পরিচিত কন্ঠশিল্পী। বাংলাদেশি নাটকে তাঁর অভিনয়ও মুগ্ধ করেছে সকলকে। তাঁর আরও একটা পরিচিয় রয়েছে, সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী মিথিলার প্রাক্তন স্বামী তিনি। সম্প্রতি মিথিলার সঙ্গে এক প্রোজেক্টে কাজ করার সুখবর দিয়েছিলেন, এর মাঝেই গায়ককে নিয়ে চিন্তায় ঘুম উড়ল ভক্তদের।
বিরল রোগে আক্রন্ত তাহসান। চিরতরে হারাতে পারেন কন্ঠস্বর। শিল্পী জানিয়েছেন, যদি কেউ দেখেন তিনি মঞ্চে পারফর্ম করা কমিয়ে দিয়েছেন, তাহলে যেন বুঝে নেন তাঁর সমস্যা আরও গুরুতর হয়েছে। সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলের সঙ্গে আড্ডায় প্রথমবার এই সমস্যার কথা জানান তাহসান।
কণ্ঠনালীর বিরল রোগে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। হেটেরোটোপিয়া নামক এক রোগ বাসা বেঁধেছে তাঁর ভোকাল কর্ডে। বছর ৬ আগে প্রথমবার নিজের এই শারীরিক পরিস্থিতির কথা জানাতে পারেন তাহসান। ভবিষ্যতে আর কখনও গান গাইতে পারবেন কিনা সেই নিয়েও সন্দিহান তাহসান।
শিল্পী জানান, ‘আমি আগে কখনো এই কথাগুলো বলিনি, আজকে সবার সঙ্গে শেয়ার করি। ছোটবেলায় গান শিখেছি বাবা মায়ের অনুপ্রেরণায়।… গান গাইতে পারাটা যে একটা আশীর্বাদ, এটা খুব বেশি অনুভব করতাম না। কিন্তু একটা সময়ে হেটেরোটোপিয়া নামক এক রোগ ধরা পড়ে আমার কণ্ঠনালীতে, ২০১৮ সালের দিকে শুরু।’ তাহসান আরও বলেন, ‘এই সমস্যায় গলার গঠন পরিবর্তন হয়ে যায়, গান গাওয়ার ক্ষমতা কমে যায়। ২০১৮ সালের পর থেকে কণ্ঠনালীর সমস্যার কারণে আগের মতো আর অনায়সে গাইতে পারি না। একসময় ভয় পেয়েছিলাম যে, আমি হয়ত আর গাইতে পারব না। গত ছয় বছরে বুঝে গেছি, কখন আমার গলা গাওয়ার অবস্থায় আছে, আর কখন নেই। যখন এটা প্রকট হয় একবারেই গান গাইতে পারি না। আর এ কারণে গান অনেক কমে গেছে।’
অনেকবার কনসার্ট চলাকালীনও এই সমস্যায় ভুগে নিজের সেরাটা দিতে পারেননি বলে জানা তাহসান। মেডিক্যাল টার্মে তাঁর এই রোগ সারার নয়। কারণ, কন্ঠস্বর যতটা খারাপ হয়ে গেছে তা কোনওদিন ঠিক হবে না। তবে পরস্থিতি যাতে আর না বিগড়ে যায় তার জন্য চিকিৎসা চলছে। নিজের জীবনশৈলিতে বদল এনেছেন তাহসান।
গায়ক বলেন এখন তিনি হেলানো বিছানায় ঘুমোন, সব ধরণের খাবার খেতে পারেন না। তাঁর কথায়, ‘আস্তে আস্তে যদি কনসার্ট কমে যায় এবং লাইভে গান গাওয়া কমে যায়, তাহলে বুঝে নেবেন আমার এই সমস্যা প্রকট হয়েছে। আর দোয়া করবেন যেন এই সমস্যা যতটুকু হয়েছে, এর বেশি যেন না হয়।’
২০০৪ সালে প্রকাশ পায় তাহসানের প্রথম একক অ্যালবাম ‘কথোপকথন’। ‘ঈর্ষা’, ‘চতুর্থ মাত্রা’, ‘বৃত্তাল্পনা’, ‘কথোপকথন’-এর মতো গান জনপ্রিয়তা পায়। কেরিয়ারে ১১টির বেশি অ্যালবাম রয়েছে তাহসানের।