এবারের পুজোয় বক্স অফিসে যে মিঠুন রাজ চলবে সেটা বলাই যায়। একই সঙ্গে মুক্তি পাচ্ছে তাঁর দু, দুটো ছবি। শাস্ত্রী এবং সন্তান দুটো ছবিই আসবে পুজোয়। আর তার আগেই মিঠুনের নতুন ছবির কথা প্রকাশ্যে এল। জানা গেল তাঁকে আবারও পথিকৃৎ বসুর ছবিতে দেখা যাবে। সঙ্গে থাকবেন অঞ্জন দত্তও। হ্যাঁ, প্রথমবার তাঁরা মুখোমুখি হবেন পর্দায়।
আরও পড়ুন: টেক্কার রানির সঙ্গে আলাপ করালেন দেব! টেডি হাতে ধরা দিলেন 'ইরা' স্বস্তিকা
আরও পড়ুন: আলো নিভিয়ে আরজি করের নির্যাতিতার বিচার চেয়েছেন কলকাতার ৪৪ লাখ মানুষ! হিসেব দিলেন সৃজিত - শোভন
কী গেল মিঠুন এবং অঞ্জনের নতুন ছবি নিয়ে?
পথিকৃৎ বসুর নতুন ছবিটির নাম হবে শ্রীমান ভার্সেস শ্রীমতি। শাস্ত্রীর পর আবার এই ছবিতে পথিকৃৎ বসুর সঙ্গে কাজ করবেন মিঠুন চক্রবর্তী। এখানে তিনি একজন বিচারপতির চরিত্রে অভিনয় করবেন। তবে স্ত্রীর চরিত্রে দেখা যাবে অঞ্জনা বসুকে। আর অঞ্জনার প্রাক্তন প্রেমিক হিসেবে ধরা দেবেন অঞ্জন দত্ত। অঞ্জনা এবং মিঠুনের মধ্যে ২৭ বছর ধরে একটি ডিভোর্সের কেস চলছে। বলাই বাহুল্য এই ছবিতে বিবাহ বিচ্ছেদের নানা সমস্যার কথা তুলে ধরা হবে।
এখানে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় এবং মধুমিতা সরকারকে। অন্যদিকে মিঠুন এবং অঞ্জনার ছোটবেলার থুড়ি যৌবনকালের চরিত্রে অভিনয় করবেন সত্যম ভট্টাচার্য এবং রোশনি ভট্টাচার্য। এই ছবির সংলাপ লিখেছেন অর্পণ গুপ্ত। গল্প এবং চিত্রনাট্য লিখেছেন অরিত্র বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে।
মিঠুন চক্রবর্তীর অন্যান্য ছবি
পথিকৃৎ বসুর পরিচালনায় পুজোর সময় মুক্তি পাচ্ছে মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় অভিনীত শাস্ত্রী। দেবারতি মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি করা হয়েছে এই ছবি। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সোহম চক্রবর্তীকেও। অন্যদিকে রাজ চক্রবর্তীর সন্তানও আসছে একই সময়। যদিও আনুষ্ঠানিক ভাবে এখনও এই বিষয়ে কিছু ঘোষণা করা হয়নি। এই ছবিতে মিঠুন ছাড়াও থাকবেন ঋত্বিক চক্রবর্তী, অনসূয়া মজুমদার, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, প্রমুখ।
আরও পড়ুন: 'যা যা করেছি না...' ঠিক যেন পাশের বাড়ির ছেলেটি! স্কুল না যাওয়ার জন্য কী কী অজুহাত দিতেন অমিতাভ?
আরও পড়ুন: ক্রাইম থ্রিলারে জুটি বাঁধছেন ঋত্বিক - শোলাঙ্কি! রহস্যের পরত ভেদ করে উঠে আসবে কোন বাস্তবচিত্র?