গত বছর ২৩ ডিসেম্বর বড়দিনের ছুটিতে মুক্তি পায় প্রজাপতি। বক্সঅফিসে দেখতে দেখতে ১৫০ দিন পার করে ফেলল এই ছবি। তবে এখনও অধরা মিঠুন-দেবের 'প্রজাপতি'র ঘোড়া। একদিনে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড গড়েছে এই ছবি। আবার বক্স অফিস রিপোর্ট বলছে এই ছবিটি এখনও পর্যন্ত ২০২২-এর সর্বোচ্চ আয়কারী সিনেমা।
বক্স অফিস রিপোর্ট বলছে মিঠুন-দেবের প্রজাপতি বক্স অফিসে ১৩ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এখনও বহু সিনেমাহলে ছবিটি চলছে। দর্শকরা দেখতে চাইছেন বলেই ছবিটি চালানো হচ্ছে বলে খবর। এদিকে প্রজাপতির ১৫০ দিন পূর্তি উপলক্ষে রবিবারই দক্ষিণ কলকাতার একটি মাল্টিপ্লেক্সে টিম প্রজাপতির তরফে বিশেষ উদযাপনের আয়োজন করা হয়েছে। যেখানে থাকবেন ছবির সমস্ত কলাকুশলীরা। যদিও অভিনেতা, প্রযোজক দেব বিশেষ কিছু ব্যস্ততার কারণে এদিনের অনুষ্ঠানে থাকতে পারবেন না বলেই খবর।
আরও পড়ুন-দুর্ঘটনায় মৃত সুচন্দ্রা দাশগুপ্ত, অভিনেত্রীর মৃত্যুতে কী বলছে ‘গৌরী এলো’ টিম?
আরও পড়ুন-ধারাবাহিকে অতিরিক্ত সময় কাজে আমি নারাজ, রোজই ঝগড়া হত, বলত ও খুব নাক উঁচু: গৌরী
এদিকে ছবির পরিচালক অভিজিৎ সেনের এটাই ছিল দ্বিতীয় ছবি। তবে এর আগে অভিজিৎ সেনের টনিক ছবিটিও ছিল সুপারহিট। এরপর 'প্রজাপতি'ও সফল। ছবির ১০০ দিন পার করার পর পরিচালক অভিজিৎ সেন বলেছিলেন, '১০০ দিনের পার করেও বহু সিনেমাহলে ছবিটি হাউসফুল ছিল। ছবি ভালো ভাবে চললে বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলগুলোও মাথা তুলে দাঁড়াতে পারে। শুধু বাংলায় নয় বেঙ্গালুরু, চেন্নাই, মহারাষ্ট্র, দিল্লিতেও হাউসফুল হয়েছে 'প্রজাপতি'। তাই ছবি ভাল হলে এটা অন্তত বোঝানো যায় যে বাংলা ছবিও জনপ্রিয়তা পাচ্ছে।'
প্রসঙ্গত 'প্রজাপতি' ছবিতে দেব, মিঠুন ছাড়াও অভিনয় করেছেন মমতা শঙ্কর, শ্বেতা ভট্টাচার্য, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, খরাজ মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের তরফে ছবিটির প্রযোজনা করা হয়।