আরজি কর কাণ্ডের প্রতিবাদে এদিন পথে নেমেছিলেন মিঠুন চক্রবর্তী। আগেই জানা গিয়েছিল সেই কথা। এদিন তিনি ভাঙা হাত নিয়েই নির্যাতিতার বিচার চেয়ে যোগ দেন বিজেপির একটি মিছিলে। সেখান থেকে কী বললেন অভিনেতা?
আরও পড়ুন: আত্মহত্যাই করেছেন অনিল, দাবি পুলিশের! মালাইকার মা বললেন, 'ওর কোনও সমস্যা ছিল না, তাও কেন...'
কী জানালেন মিঠুন?
আরজি করের তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে বারংবার পথে নেমেছেন, নামছেন বাংলার মানুষ। তবে এদিন প্রথমবারের জন্য পথে নামলেন মিঠুন চক্রবর্তী। তিনি বেজায় অসুস্থ। হাত ভাঙা তাঁর। প্লাস্টার করা হাত নিয়েও তিনি পথে নামলেন। সরব হলেন বিচারের দাবিতে।
এদিন বিজেপির বিবেক জাগরণ মিছিল ছিল। স্বামী বিবেকানন্দর বাড়ি থেকে শ্যামবাজার মোড় পর্যন্ত চলে এই মিছিল। আর তাতেই অংশ নিয়েছিলেন মিঠুন চক্রবর্তী।
প্রসঙ্গত মিঠুন চক্রবর্তী এই প্রথম বার পথে নামলেও এই ঘটনা নিয়ে আগেই মুখ খুলেছেন তিনি। এই প্রসঙ্গে জানিয়েছেন, 'আমি এই বাংলাকেই দেখতে চেয়েছিলাম। সবাই নিজেদের মতো প্রতিবাদ করছে দেখে ভালো লাগছে। আমরা সবাই এক হয়ে আন্দোলন চালিয়ে যাব এবার। এটুকুই চাই। এই আন্দোলনে কোনও রাজনীতির রং লাগতে দেবেন না। আর আমি নিজেও রাজনীতি নিয়ে কিছু বলব না। তাহলে আবার বলবে বিজেপির লোক বলছে।' তিনি আরও জানান, 'আমি অনেকদিন ধরেই বলে আসছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা ভয়াবহ হয়ে উঠবে। বাঙালি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা হারাচ্ছি। যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক।'
এদিন মিঠুন চক্রবর্তীকে একটি হুডখোলা গাড়িতে বেইজ রঙের পাঞ্জাবি পরে বসে থাকতে দেখা যায়। গলায় সাদা ওড়না। গাড়ির চারিদিকে থিকথিক করছে ভিড়।
আরও পড়ুন: প্রথমবার পর্দায় মুখোমুখি হবেন মিঠুন-অঞ্জন! নেপথ্যে অঞ্জনা? ব্যাপারটা কী?
মিঠুন চক্রবর্তীর আসন্ন ছবি
পথিকৃৎ বসুর পরিচালনায় পুজোর সময় মুক্তি পাচ্ছে মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় অভিনীত শাস্ত্রী। দেবারতি মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি করা হয়েছে এই ছবি। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সোহম চক্রবর্তীকেও। অন্যদিকে রাজ চক্রবর্তীর সন্তানও আসছে একই সময়। যদিও আনুষ্ঠানিক ভাবে এখনও এই বিষয়ে কিছু ঘোষণা করা হয়নি। এই ছবিতে মিঠুন ছাড়াও থাকবেন ঋত্বিক চক্রবর্তী, অনসূয়া মজুমদার, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, প্রমুখ। এছাড়া পথিকৃৎ বসুর নতুন ছবিটির নাম হবে শ্রীমান ভার্সেস শ্রীমতি। শাস্ত্রীর পর আবার এই ছবিতে পথিকৃৎ বসুর সঙ্গে কাজ করবেন মিঠুন চক্রবর্তী। সঙ্গে থাকবেন অঞ্জন দত্তও।