রাজ্যজুড়ে যখন আরজি কর নিয়ে আন্দোলনের আবহ। ঠিক তখনই এই পুজোয় মুক্তি পাচ্ছে মিঠুন-দেবশ্রীর ছবি ‘শাস্ত্রী’। ছবিতে রয়েছেন সোহম চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্তরাও। যে ছবি এক সাধারণ মানুষের 'শাস্ত্রী' হয়ে ওঠার গল্প বলবে। সেই ছবি নিয়ে কথা বলতে গিয়ে জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস নিয়ে কথা বললেন মিঠুন চক্রবর্তী।
‘শাস্ত্রী’ নিয়ে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে উঠে আসে জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাসের প্রসঙ্গ। সেখানে মিঠুন চক্রবর্তী বলেন, ‘আমি জ্যোতিষে বিশ্বাস করি। যদিও অনেকেই হয়ত বিশ্বাস করেন না। তবে আমি কিন্তু বিজ্ঞানকেও উপেক্ষা করি না। আসলে জ্যোতিষও একটা বিজ্ঞান। তবে এটা ঠিক আমি কোনও আংটি পরি না।’
প্রসঙ্গ, 'শাস্ত্রী'তে মিঠুন চক্রবর্তীর সঙ্গে বহু বছর পর জুটি বেঁধেছেন দেবশ্রী রায়। আর সেটা প্রায় ১৬ বছর পর। এনিয়ে নিয়ে মিঠুন বলেন, সময়ের এই ব্যবধানটা কোনও বিষয়ই নয়। মিঠুনের কথায়, ‘ও তো আমার ঘরের লোক। আগে তো ওদের বাড়িতেই থাকতাম আমি। চুমকি তো ছোট থেকে আমার কাছেই বড় হয়েছে। চরিত্র পছন্দ না হলে অবশ্য় ও আর এখন কাজ করে না।’
তবে আরজি কর আবহে অনেকেই পুজোয় সিনেমা দেখতে যাওয়ার পক্ষপাতি নয়। সে প্রসঙ্গে মিঠুন চক্রবর্তীর সাফ কথা, কে দেখবেন, কে দেখবেন না সেটা সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত বিষয়। তবে এখন ছবি দেখার একাধিক প্ল্যার্টফর্ম, তবে এখনও অনেকে হলে গিয়ে ছবি দেখতে ভালোবাসেন। আর পুজোটাই ছবি দেখার আসল সময় বলে মনে করেন 'মহাগুরু'।
যদিও এদিন আরজি কর নিয়ে বাংলায় চলা আন্দোলন প্রসঙ্গে কোনও মন্তব্যে করতে চাননি মিঠুন। তাঁর কথায়, এটা মানুষের আন্দোলন, আর এটা খুবই শ্রদ্ধার।