সামনেই মুক্তি পাচ্ছে শ্রীমান ভার্সেস শ্রীমতি। ভারতের সবথেকে দীর্ঘদিন ধরে চলা ডিভোর্স কেসের উপর নির্মিত পথিকৃৎ বসুর এই ছবিটি। মুখ্য ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত এবং অঞ্জনা বসু। সেই ছবি মুক্তির আগে বর্তমান প্রজন্মের সম্পর্ক সহ টলিউড, বলিউডের অবস্থা নিয়ে মুখ খুললেন মহাগুরু।
আরও পড়ুন: 'গোবিন্দ' দাঁত না মাজলেও প্রেম করে! কিলবিল সোসাইটিতে কোন চমক নিয়ে আসছেন অঙ্কুশ?
বর্তমান প্রজন্মের সম্পর্ক নিয়ে কী বললেন মিঠুন চক্রবর্তী?
এদিন এই সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী ব্যাখ্যা করেন যে কেন আজকালকার অধিকাংশ সম্পর্কের আয়ু এত অল্প। অভিনেতার কথায়, 'এই প্রজন্ম ভালোবাসা হারিয়ে ফেলেছে। ভালোবাসা বিষয়টাকে আজকাল আর কেউ সিরিয়াসলি নেয় না। সকলেই যেন স্রোতে গা ভাসাতে ব্যস্ত। সম্পর্কের আয়ু এই জন্যই কমছে। সবাই চাইছেন নিজের মতো করে বাঁচতে। যদি এটা অপরাধ নয়।'
মিঠুন চক্রবর্তী এদিন এও জানান তিনি সময়ের সঙ্গে সঙ্গে প্রেম পরিণত হওয়ার বদলে লাভ অ্যাট ফার্স্ট সাইট কথায় বিশ্বাস করেন। তাঁর কথায়, 'ভালোবাসা প্রথম দেখায় হয়। সেই সম্পর্কই যখন বিয়ে পর্যন্ত গড়ায় তখন সেটা কিছুদিন পর একঘেয়ে হয়ে যায়।' নিজের সফল বিয়ের প্রসঙ্গে জানান তিনি সেই একঘেয়েমি কাটাতে পেরেছেন বলেই ৫০ বছর ধরে চুটিয়ে সংসার করছেন।
টলিউড, বলিউড নিয়ে কী বললেন মিঠুন?
মিঠুন চক্রবর্তী এদিন কথা প্রসঙ্গে জানান কেবল টলিউড নয়, বলিউডেরও দুর্দিন চলছে। তাঁর কথায়, 'বাংলা ছবির বাজেট তো উঠতেই পারল না। আমি এক কোটি টাকা পারিশ্রমিক নিই। তার বেশি উঠতেই পারল না। তাড়াহুড়ো করে যে টাকা খরচ হয় শ্যুটিং করতে গিয়ে তাতে একটু বেশি সময় নিয়ে ছবি বানালে বাজেট বাড়ে।' তিনি আরও জানান, 'বলিউডেরও দুর্দিন। একটা বিশেষ দিনের অপেক্ষা করতে হয় ছবি রিলিজের জন্য।'
আরও পড়ুন: ৬০০ কোটির থেকে নামমাত্র দূর ছাবা! গতি শ্লথ হলেও বক্স অফিসে ৪১ দিনে কত আয় করল ভিকির ছবি?
প্রসঙ্গত আগামী পয়লা মে মুক্তি পাবে শ্রীমান ভার্সেস শ্রীমতি। শাস্ত্রীর পর এটা পথিকৃতের সঙ্গে মিঠুনের দ্বিতীয় কাজ।