বাংলা নিউজ > বায়োস্কোপ > Mithun Chakraborty On Projapoti Controversy: ‘তৃণমূলই প্রজাপতি হিট করিয়ে দিল’, নাম না নিয়ে ফের কুণালকে ঠুকলেন মিঠুন

Mithun Chakraborty On Projapoti Controversy: ‘তৃণমূলই প্রজাপতি হিট করিয়ে দিল’, নাম না নিয়ে ফের কুণালকে ঠুকলেন মিঠুন

প্রজাপতি বিতর্কে ফের মুখ খুললেন মিঠুন। 

দেব-মিঠুনের প্রজাপতি হলে চলছে প্রায় মাসখানেক ধরে। ব্লকবাস্টারের তকমা পেয়েছে সেটা। তবে বিতর্কের রেশ কমছে না। মিঠুন ফের সামিল হলেন বিতর্কে। 

সুপার ডুপার হিটের তকমা পেয়েছে দেব-মিঠুনের প্রজাপতি। বাংলা ছবির ইতিহাসে খুব সিনেমা এরকম সাফল্য পেয়েছে। ইতিমধ্যেই ছবির বিশ্বমঞ্চে যাওয়ার কথা ঘোষণাও করে দিয়েছেন প্রযোজক দেব। এবার মিঠুনকে বলতে শোনা গেল ‘তৃণমূলের জন্যই ছবি এত হিট করেছে’। 

আসলে দেব-মিঠুনের এই ছবিকে নন্দনে জায়গা দেওয়া হয়নি। কুণাল ঘোষ এই প্রসঙ্গে মন্তব্য করেছিলেন, দেব ভালো অভিনয় করলেও, মিঠুন দায়িত্ব নিয়ে ডুবিয়েছেন ছবিটা। আর সেই যে বিতর্কের শুরু তা আর কমার নামই নিচ্ছে না। তর্ক-বিতর্কের রেশ চলছে সেই থেকে। আরও পড়ুন: ১০ হাজার ঘণ্টা ধরে তৈরি হয়েছে আথিয়া শেট্টির বিয়ের লেহেঙ্গা, কী এমন বিশেষ আছে?

সম্প্রতি ২৪ ঘণ্টাকে দেওয়া সাক্ষাৎকারে মিঠুনকে বলতে শোনা গেল, ‘প্রজাপতি সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, ফরওয়ার্ড ব্লক সবাই দেখেছে। অনেকেই সিনেমা দেখে আমায় ম্যাসেজ করেছে এক অনবদ্য অভিজ্ঞতার সাক্ষী হলাম, অসাধারণ অভিনয়। সবাই দেখেছে বলে হিট। এর মধ্যে রাজনীতির জায়গা নেই। আমরা অভিনয়ের সময় রাজনীতির রা কাটি না।’

এদিনও তিনি দাবি করেন দেবকে ‘পরোক্ষভাবে ভয় দেখানোর’ চেষ্টা হয়েছে। তাহলে দেব কেন অস্বীকার করল? জবাব এল, ‘দেব খুব বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দিয়েছে। আমি আসলে অভিনেতা দেবের কথা বলিনি, প্রযোজক দেবের কথা বলেছিলাম। প্রযোজক দেবকেই ভয় দেখানোর চেষ্টা হয়েছে। আমার স্পষ্ট করে বলতে একটু সময় লেগেছে।’ আরও পড়ুন: এখনও পাঠানের ফার্স্ট ডে-র টিকিট বুক করেননি? দেখুন কোন হলে জায়গা আছে, দামই বা কত!

মিঠুন নিজের কথায় আরও যোগ করেন, ‘আমাকে বা আমার অভিনয় ভালো না লাগতেই পারে। তা বলে দু দিন চলতে না চলতেই ছবিটা ফ্লপ হিসেবে ঘোষণা করে দিলেন! লোক এবার ভাবল তিনবার জাতীয় পুরস্কার পাওয়া অভিনেতা কত বাজে অভিনয় করতে পারে। যারা পরে দেখবে ভেবেছিল তাঁরাও প্রথম সপ্তাহে হলে চলে এল। মুখে মুখে প্রচার হল। এই ছবি তো শুধু ব্লকবাস্টার নয়, ইতিহাস। নিজ গুণেই এই সিনেমা হিট করেছে। তবে তৃণমূলের কারণে তা দ্রুত হয়েছে।’

এর আগে দেব এই ‘ভয় দেখানো’ প্রসঙ্গে বলেছিলেন, ‘না না আমাকে কেউ ভয় দেখায়নি। এটা মিঠুনদার ব্যক্তিগত মত। এটা নিয়ে আমার বলার কিছু নেই। তবে এটা বাংলা সিনেমার জয়। তাই কে কী বলল সেই বিতর্কে আর যেতে চাইছি না। ৩ ফেব্রুয়ারি ছবির বিশ্বব্যপী মুক্তির কথা রয়েছে। এমন অনেক দেশে প্রজাপতি যাবে যেখানে আগে কোনও বাংলা সিনেমাই যায়নি। গোটা দেশে মানুষ বাংলা ছবি নিয়ে কথা বলছে। সেই ছবির প্রযোজক আর অভিনেতা আমি। এর থেকে বড় কিছু হতে পারে না। ছবি হিট হয়, ব্লকবাস্টার হয়, তবে প্রজাপতি একটা ইমোশন।’

 

বায়োস্কোপ খবর

Latest News

৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.