বাংলা নিউজ > বায়োস্কোপ > Mithun Chakraborty: মিঠুনের ক্লাসিক ছবি ডিস্কো ড্যান্সার মঞ্চে আসছে মিউজিক্যাল রূপে, নেপথ্যে সুনীল শেট্টি

Mithun Chakraborty: মিঠুনের ক্লাসিক ছবি ডিস্কো ড্যান্সার মঞ্চে আসছে মিউজিক্যাল রূপে, নেপথ্যে সুনীল শেট্টি

মিঠুনের ক্লাসিক ছবি ডিস্কো ড্যান্সার মঞ্চে আসছে মিউজিক্যাল রূপে

Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর ক্লাসিক ছবি ডিস্কো ড্যান্সার এবার আসছে থিয়েটারের মঞ্চে। ২০২২ এর নভেম্বরে পশ্চিম ব্রিটেনে এই শোয়ের সমস্ত টিকিট বিক্রি হয়ে যায়। এখন এই শো ভারতে আসতে চলেছে। সারেগামা এবং সুনীল শেট্টির উদ্যোগে এই শো আসছে দেশে।

মিঠুন চক্রবর্তী অভিনীত ক্লাসিক ছবি ডিস্কো ড্যান্সার তাঁকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল। ১৯৮২ সালে মুক্তি পায় এই ছবি। দারুণ জনপ্রিয় হয়েছিল এটি। এখন এই সিনেমা মঞ্চে আসতে চলেছে। এই ছবিটির উপর ভিত্তি করেই ডিস্কো ড্যান্সার দ্য মিউজিক্যাল থিয়েটার আসতে চলেছে। জানা গিয়েছে এপ্রিল মাসেই দেশে এই শোয়ের গ্র্যান্ড প্রিমিয়ার হবে। এমনটাই এই শোয়ের নির্মাতাদের তরফে জানানো হয়েছে।

২০২২ সালের নভেম্বর মাসে ব্রিটেনে এই শো মঞ্চস্থ হয়। তখন এটির সমস্ত টিকিট বিক্রি হয়ে যায়। ভারতে আসছে এই মিউজিক্যাল থিয়েটার। সুনীল শেট্টি এবং সারেগামার উদ্যোগে এই শো দেশে আসছে। জানা গিয়েছে আগামী ১৪ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের দিন এই নাটকের প্রথম শো মঞ্চস্থ হবে এনএসসিআই ডোমে। যাঁরা এই শো দেখতে চান তাঁরা এটির টিকিট এখনই বুক মাই শো থেকে কেটে ফেলতে পারেন।

এই ছবিতে যেমন দেখা গিয়েছিল একজন পারফরমার যিনি কিনা মূলত রাস্তায় পারফর্ম করতেন সেই জিমি কীভাবে বড়লোক, এবং জনপ্রিয় হয়ে ওঠেন তার গল্প। কী করে তিনি এখন ডিস্কো ড্যান্সার এবং সিঙ্গার হিসেবে জনপ্রিয়তা পান। ডিস্কো ড্যান্সার ছবিতে মুখ্য ভূমিকায় মিঠুন চক্রবর্তীকে দেখা গিয়েছিল। ছবিটির গানগুলো সেই সময় দারুণ জনপ্রিয় হয়। এখানে রাজেশ খান্না, ওম পুরীকেও দেখা গিয়েছিল। বাপ্পি লাহিড়ির গাওয়া গান শোনা গিয়েছিল এই ছবিতে।

জানা গিয়েছে এই থিয়েটারে বাপ্পি লাহিড়ির সমস্ত গানকে একদম নতুনভাবে তুলে ধরা হবে। বলিউডকে উদযাপন করার জন্যই এই উপস্থাপনা করা হয়েছে। ডিস্কো ধরনের নাচ, সংলাপ সবটাই ধরা পড়বে এই নাটকে।

সুনীল শেট্টি এই নাটকের বিষয়ে বলেন, এই মিউজিক্যাল নাটক সবাইকে আবার মনে করাবে কেন আমাদের ছবিগুলো সবার থেকে আলাদা, কেন এত ইউনিক। ৮০ এর দশকে ডিস্কো ড্যান্সারের প্রভাব অস্বীকার করা যাবে না ছবিগুলোতে। এই নতুন নাটকে সেলিম সুলেমান এই পুরনো বাপ্পি লাহিড়ির গানগুলোকে নতুন ভাবে সাজিয়েছেন।

সেলিম এই নাটকের গানের বিষয়ে বলেন, 'আমাদের জন্য যাঁরা বাপিদার গানে নাচতে নাচতে বড় হয়েছি, তাঁর 'ডিস্কো ডান্সার' গানগুলোকে নতুন করে কল্পনা করা ছিল বিশাল গর্বের এবং আনন্দের বিষয়!'। অন্যদিকে সুলেলমানের বক্তব্য হল, 'আমরা যে মিউজিকের সঙ্গে কাজ করেছি সেটার রেঞ্জ ব্যাপক। এখানে নানা শেড ধরা পড়েছে। এই গানগুলো আপনাকে নাচাবে, কাঁদাবে, গান করাবে, আবার দুঃখও দেবে।'

বন্ধ করুন
Live Score