গতকালই দেব একটি পোস্ট করে নাম না করেই জানান পুষ্পা ২ ছবিটির জন্য খাদান হল পাচ্ছে না বাংলায়। যদিও রাতেই শুরু হয়ে যায় অ্যাডভান্স বুকিং। তবে খাদান যে একাই রাজ চক্রবর্তীর ছবির জন্য বিপদে পড়েছে সেটাই নয়, একই হাল রাজ চক্রবর্তী পরিচালিত সন্তান ছবিটিরও।
আরও পড়ুন: হাউজফুল খাদানের মধ্যরাতের শো! দুর্দান্ত ওপেনিং পেয়েও দর্শকদের কাছে কী অনুরোধ করলেন দেব?
পুষ্পা ২ এর জন্য হল পেতে সমস্যা রাজের সন্তানের!
রাজ চক্রবর্তী পরিচালিত ছবি সন্তান মুক্তি পাচ্ছে ২০ ডিসেম্বর। তার আগে বুকমাইশোয়ের দিকে নজর রাখলেই বোঝা যাচ্ছে শোয়ের সংখ্যা যে কেবল কম সেটাই নয়। সিঙ্গল স্ক্রিনে সেই অর্থে জায়গাই পায়নি ছবিটি। ভালো করে বললে, দক্ষিণ কলকাতার একটিও সিঙ্গল স্ক্রিন হলে ঠাঁই হয়নি মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী অভিনীত ছবিটির।
আরও পড়ুন: স্কুলে ফিরেই নস্টালজিক বেদাং! বললেন, 'একসময় আলিয়া ভাটকে এসকর্ট করে নিয়ে এসেছিলাম, আজ আমিই অতিথি'
আপাতত যে তথ্য প্রকাশ্যে এসেছে সেখান থেকে জানা গিয়েছে, লেক মল সিনেপলিস, অ্যাক্রোপলিস মলের সিনেপলিস, সাউথ সিটির আইনক্স, আইনক্স কোয়েস্ট মল, আইনক্স হাইল্যান্ড পার্ক। স্টার থিয়েটারে জায়গা পেলেও, নন্দন বা প্রিয়ার মতো দক্ষিণ কলকাতার জনপ্রিয় সিঙ্গল বা ডাবল স্ক্রিন সিনেমা হলে জায়গা পায়নি সন্তান।
দক্ষিণ কলকাতার মাল্টিপ্লেক্স ছাড়াও উত্তর কলকাতা, রাজারহাট এবং শহরতলী অঞ্চলের বেশ কিছু হলে শো পেয়েছে সন্তান। মাল্টিপ্লেক্সে এক একদিনে সর্বোচ্চ ৪টি করে শো পেয়েছে রাজ চক্রবর্তীর এই ছবি। মাল্টিপ্লেক্সে জায়গা করে নিলেও সিঙ্গল স্ক্রিনে সন্তানের হাল যে বেশ খারাপ সেটা বলাই বাহুল্য।
সন্তান ছবিটি প্রসঙ্গে
আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সন্তান। এই ছবির গল্পে উঠে আসবে বাবা ছেলের সম্পর্ক, রসায়ন, সংঘাতের কথা। মুখ্য ভূমিকায় থাকবেন মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী। উকিলের ভূমিকায় দেখা মিলবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনসূয়া মজুমদার, অহনা দত্তকে।
আরও পড়ুন: কমছে বাংলা ছবির সংখ্যা, অনির্বাণ বললেন, 'হয়তো এমন ছবি করতে পারছি না যেটা হলে দর্শকদের হলে টানবে'
আরও পড়ুন: 'আর বসন্ত এসে গেছে গাইতে ভালো লাগে না' লগ্নজিতার! অকপটে স্বীকার করতেই কী বুদ্ধি দিয়েছিলেন সুরজিৎ?