বাংলা নিউজ > বায়োস্কোপ > Mithun Chakraborty: জলসা ছেড়ে জি বাংলার পর্দায় মিঠুন! ১০ বছর পর 'ডান্স বাংলা ডান্স'এ ফিরছেন মহাগুরু

Mithun Chakraborty: জলসা ছেড়ে জি বাংলার পর্দায় মিঠুন! ১০ বছর পর 'ডান্স বাংলা ডান্স'এ ফিরছেন মহাগুরু

বড় ধাক্কা স্টার জলসার

Mithun Chakraborty in DBD: ডান্স বাংলা ডান্সের ১২তম সিজনে বিরাট চমক! ১০ বছর পর মহাগুরুর আসনে ফিরছেন মিঠুন চক্রবর্তী। 

মিঠুন চক্রবর্তীর ভক্তদের জন্য দারুণ সুখবর! লম্বা বিরতির পর বাংলা টেলিভিশনের পর্দায় ‘মহাগুরু’ হিসাবে ফিরছেন মিঠুন। হ্যাঁ, ১০ বছর পর জি বাংলার জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো-এর মঞ্চে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। অভিনেতার কথায়, ‘এটা ঘরে ফেরা’। ২০০৭ সালে শুরু হয়েছিল ‘ডান্স বাংলা ডান্স’-এর সফর, সেই সময় থেকে এই শো-এর সঙ্গে জড়িত মিঠুন চক্রবর্তী। তাঁর মুখে ‘ক্যায়া বাত, ক্যায়া বাত..’ বুলি শুনতেই তো সারা সপ্তাহ ধরে অপেক্ষা করত প্রতিযোগিরা। শেষবার ২০১৩ সালে এই অনুষ্ঠানে ‘মহাগুরু’র আসনে দেখা গিয়েছে ‘ডিস্কো ডান্সার’কে। 

বছর কয়েক আগে বাংলা ডান্স রিয়ালিটি শো'তে মিঠুনের দেখা মিলেছিল ঠিকই, কিন্তু সেটা স্টার জলসার ‘ডান্স ডান্স জুনিয়র’এ। এবার চ্যানেল বদলে জি বাংলায় হাজির হচ্ছেন মিঠুন। দর্শকরা বরাবরই ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে দেখতে চেয়েছেন মিঠুনকে। দর্শকদের ভালোলাগার কথা মাথায় রেখেই মিঠুনকে ফিরিয়ে আনা, জানিয়েছেন চ্যানেলের বিজনেস হেড নবনীতা চক্রবর্তী। কবে শুরু হচ্ছে ‘ডান্স বাংলা ডান্স’? আগামী ১১ নভেম্বর থেকে দার্জিলিং জেলায় শুরু অডিশন পর্ব, এরপর ধীরে ধীরে গোটা রাজ্য থেকে প্রতিভাবান নৃত্যশিল্পীদের খুঁজে বার করবে চ্যানেল। কিন্তু কীভাবে মিঠুন ফেরত এলেন জি বাংলায়? এর পিছনে বড় অবদান রয়েছে শো-এর পরিচালক অভিজিৎ সেনের। গত সিজনের পর এই সিজনেও অভিজিৎ থাকছেন পরিচালকের ভূমিকায়। সম্প্রতি মিঠুন তাঁর পরিচালনায় ‘প্রজাপতি’ ছবিতে কাজ করেছেন। সেই সূত্রেই নতুন করে মিঠুনের সঙ্গে যোগসূত্র। আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন, শ্যুটিং-এর সময় তিনি মিঠুন চক্রবর্তীকে মনের কথা জানিয়েছিলেন, উলটো দিক থেকে আগ্রহ জাহির করেন অভিনেতা। উচ্ছ্বসিত মিঠুন জানান, ‘ডান্স বাংলা ডান্স আমার ঘর, আমার বেবি। সুযোগ থাকলে সেখানে অবশ্যই ফিরতে চাই’। 

সব বয়সীরাই অডিশন দিতে পারবে ডান্স বাংলা ডান্সের জন্য। তারপর শো-এর চূড়ান্ত ফরম্যাট নির্ধারিত হবে। আগামী বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস নাগাদ শুরু হবে ‘ডান্স বাংলা ডান্স’। 

 

 

বন্ধ করুন