বাংলা নিউজ > বায়োস্কোপ > Mithun's Daughter in law: ভাঙা হাত নিয়েও পথে শ্বশুর! তবে আরজি কর নিয়ে ‘একটাও কথা’ বলতে না-রাজ মিঠুনের বউমা

Mithun's Daughter in law: ভাঙা হাত নিয়েও পথে শ্বশুর! তবে আরজি কর নিয়ে ‘একটাও কথা’ বলতে না-রাজ মিঠুনের বউমা

ভাঙা হাত নিয়েও পথে শ্বশুর! তবে আরজি কর নিয়ে ‘একটাও কথা’ বলতে না-রাজ মিঠুনের বউমা

Mithun Chakraborty: সদ্য অনুপমা সিরিয়াল থেকে সরে দাঁড়িয়েছেন মালদাসা। কেন আরজি কর কাণ্ড নিয়ে কোনও মন্তব্যই করতে চান না তিনি? 

মিঠুন চক্রবর্তীর বউমা, এটাই তাঁর প্রথম পরিচয়। তবে গত কয়েক বছর সেই খোলস ছেড়ে বেরিয়ে হিন্দি সিরিয়াল প্রেমীদের কাছে ‘কাব্য’ হিসাবে জনপ্রিয়তা পেয়েছেন মালদাসা চক্রবর্তী। মিঠুনের বড় ছেলে মহাক্ষয় ওরফে মিমো চক্রবর্তীর স্ত্রী তিনি। স্টার প্লাসের জনপ্রিয় শো ‘অনুপমা’তে খলনায়িকার চরিত্রে অভিনয় করেন থুড়ি করতেন মালদাসা! 

হ্যাঁ, মাঝপথে দুম করেই শ্রীময়ীর হিন্দি ভার্সন থেকে বেরিয়ে যাচ্ছেন তিনি অর্থাৎ জুন আন্টি। সুধাংশু পাণ্ডে কিছুদিন আগেই এই মেগা ছেড়েছেন, এবার সরলেন মালদাসা। হঠাৎ কেন এই সিদ্ধান্ত? মালদাসার মনে হয়েছে পর্দায় অনুপমা সিরিয়ালের অন্যতম প্রধান স্তম্ভ ছিল কাব্য। কিন্তু হালে সেই প্রেক্ষাপট বদলেছে। সিরিয়ালে গুরুত্ব হারাচ্ছিল তাঁর চরিত্র, সেই কারণেই এই সিদ্ধান্ত। 

তবে দুম করে নয়, এক মাস ভাবনাচিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন মালদাসা। অভিনেত্রী আনন্দবাজারকে জানান, ‘চার বছর একটা চরিত্রকে দিয়ে ফেলা মানে অনেকটা সময় নিজেকে একটা খোলসে আটকে রাখা। এর পরেও থেকে গেলে সেটা জোর করে থেকে যাওয়া হত।’ 

মালদাসা বরাবরই স্বাধীনচেতা। নিজের শর্তে কাজ করতে ভালোবাসেন। বর্তমানে বিনোদন জগতেও যৌন হেনস্থার অভিযোগ ভুরি ভুরি। সেই প্রসঙ্গে জানতে চাওয়া হলে মিঠুনের বউমা সটান বলেন, ‘আরজি কর-কাণ্ড নিয়ে একটাও কথা বলব না। কারণ, অকারণ বিতর্ক পছন্দ করি না। তা ছাড়া, বিষয়টি বিচারাধীন।’ সব নারীর জন্য তাঁর বার্তা, সবসময় সব পরিস্থিতিতে সজাগ থাকতে হবে। বুদ্ধি করে এগোতে হবে। 

ওদিকে আরজি কর ইস্যুতে গতকাল (সোমবার) ফের পথে নেমেছিলেন মিঠুন। বিজেপির ধরনা অবস্থানের শেষ দিন মঞ্চে ঝাঁঝালো বক্তব্য রাখেন মহাগুরু। আরজি করের চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় নাগরিক সমাজের ডাকে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজার পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলে আগেই যোগ দিয়েছেন অভিনেতা। 

সোমবার নবান্ন অভিযানের ডাক দেন তিনি। সভামঞ্চ থেকে মিঠুন বলেন, ‘ফের নবান্ন অভিযান হবে, আর সেই অভিযান ব্রিজে আটকে যাবে না। নবান্নের ১৪ তলা পর্যন্ত যাবে। ওরা এবার জলকামান চালিয়েছে, টিয়ার গ্যাস ছুড়েছে। তৈরি থাকুন গুলিও চালাবে’। 

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ট্রোল হন খারাপ খেললেই, এই কাজের জন্য কেএল রাহুলকে অভিবাদন করতেই হবে! ‘নারীদের যথেষ্ট সম্মান…’ ধর্ষকদের সঙ্গে তুলনা দেখে কী বলছে অসুর সম্প্রদায়? ‘কোথায় রাত্তিরের সাথী? আমাকে বেঞ্চ নিয়ে মারতে এসেছিল’, বললেন নার্স পঞ্চমীতে ডাক্তাদের মহামিছিলে 'না' পুলিশের, অভিযোগ জলের গাড়ি আটকানোর দুর্দান্ত ওপেনিংয়ের পরেও হরিয়ানায় খেই হারাল কংগ্রেস! BJP-র কামব্যাকে মিমের বন্যা মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় কুকর্ম, ধাক্কা খেয়ে কড়া বার্তা সিপিএমের ‘‌সারারাত সরকারি বাস পরিষেবা চালু থাকবে’‌, দুর্গাপুজো উপলক্ষ্যে ঘোষণা মন্ত্রীর সুর নরম ক্রীড়া উপদেষ্টার, তবে কী বাংলাদেশেই শেষ টেস্ট শাকিবের? ভবানীপুর ৭৫ পল্লীর থিমে এবার জীবনানন্দ, ফুটে উঠছে ‘প্রেমিকা’ কলকাতা ‘ঢাক বাজাতে গিয়ে বুকের আঁচল যে খসে পড়ছে…’, শ্রাবন্তীর কাণ্ডে নেটপাড়ায় ছিঃ ছিঃ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.