এখনও টিআরপি তালিকায় সেভাবে ছাপ ফেলতে পারেনি মিত্তির বাড়ি ধারাবাহিক। আদৃত রায়ের কামব্যাক মেগা নিয়ে হাইপ থাকলেও, সেভাবে যেন ফল পাচ্ছে না জি বাংলার এই ধারাবাহিক। তবে এবার এল একটা টানটান প্রোমো। যেখান দেখা গেল, সঞ্জনার সঙ্গে ধ্রুবর এনগেজমেন্ট ঘোষণা করা হচ্ছে। মানে খুব জলদিই বিয়ের এপিসোড আসবে মিত্তির বাড়িতে। যদিও আসল টুইস্ট হল, ধ্রবর স্ত্রী সঞ্জনা হবে না জোনাকি?
প্রোমোতে দেখা যায়, সঞ্জনা (অনন্যা যেই চরিত্রে অভিনয় করছেন)-র সঙ্গে ধ্রুব (আদৃত)-এর বাগদান ঘোষণা করেন মিত্তিরদের বড় ছেলে। ঠিক যখনই আংটি বদল হবে, তখন সেখানে এসে হাজির হয় জোনাকি (পারিজাত)। জানায়, দাদুর খুব শরীর খারাপ। শুনে বাদদানের আংটি ফেলেই দৌড়য় ধ্রুব।
আরও পড়ুন: ডিভোর্সের ১ বছর পর ফের বিয়ে ইন্দ্রশিসের প্রাক্তন স্ত্রীর? সেলফি শেয়ার করে দিলেন ‘বড় দিন’এর ইঙ্গিত
এদিকে, বাড়িফিরে জোনাকির উপর চোটপাট করে ধ্রুবর বাবা। এমনকী, বাড়ি থেকে বের করেও দিতে চায়। আর এবারেও আটকায় ধ্রুব। স্পষ্ট জানায়, ‘এত রাতে অন্যের মেয়েকে বের করে দেওয়া যায় না’।
আর তখনই পারিজাতকে বউ সাজিয়ে নিয়ে আসে ধ্রুবর ঠাকুমা। বলে, ‘অন্যের মেয়েকে ঘরের মেয়ে করার আর কোনো উপায় আমার কাছে নেই দাদুভাই। তুমি ওর পাশে দাঁড়াবে তো?’ এখন দেখার ধ্রুব কাকে বেছে নেয়, সঞ্জনা নাকি জোনাকিকে।
আরও পড়ুন: আচমকা ফেলুদা না করার ঘোষণা সৃজিতের, ‘চোখে জল’ টোটার! কী বলছেন নায়ক
বড় পর্দায় কাজ করলেও, আদৃতকে জনপ্রিয়তর শিখরে বসায় ছোট পর্দাই। মিঠাই-এর পর মিত্তির বাড়ি দিয়ে কামব্যাক করেছেন অভিনেতা। তবে দেখা গিয়েছে প্রাইম স্লট পেলেও এখনও সেভাবে টিআরপিতে কামাল দেখাতে পারেনি এই হাই ভোল্টেজ ফ্যামিলি ড্রামা। তবে আদৃতের ভক্তরা আশাবাদী, খুব জলদিই ঘুরে দাঁড়াবে এই ধারাবাহিক।
আদৃতের নায়িকা হিসেবে মিত্তির বাড়িতে আছেন পরিজাত। ছোট পর্দায় এটাই তাঁর প্রথম কাজ। এর আগে ইন্দুবালা ভাতের হোটেলে কাজ করেছিলেন তিনি। যদিএও ক্রমাগত সৌমিতৃষা কুণ্ডুর সঙ্গে তুলনা চলছে। তবে ধ্রুব আর জোনাকির জুটি ধীরে ধীরে জায়গা করতে সক্ষম হচ্ছে দর্শকদের মনে। এখন দেখার, বিয়ের প্লট এলে, টিআরপি বাড়ে নাকি।