দোলের দিনই মিত্তির বাড়িতে ঝড় উঠবে। আর সেই ইঙ্গিত এদিন দিল চ্যানেলের তরফে প্রকাশ্যে আনা নতুন প্রোমো। কিন্তু সেই প্রোমো দেখে দুই ভাগ বিভক্ত দর্শকরা, একদল অতীতের একটি ধারাবাহিকের সঙ্গে যেমন মিল পেলেন, তেমন কেউ কেউ এক মৃত অভিনেত্রীর প্রসঙ্গ টেনে আনলেন। কী ঘটেছে?
আরও পড়ুন: মাত্র ৬ বছর বয়সে শুরু করেছেন কেরিয়ার, দেখুন তো ছবির ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন?
মিত্তির বাড়ি ধারাবাহিকের নতুন প্রোমো
এদিন মিত্তির বাড়ি ধারাবাহিকের যে প্রোমো জি বাংলার তরফে প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে বাজিরাও মস্তানি ছবি থেকে 'মোহে রং দো লাল' গানে নাচ করছে জোনাকি ওরফে পারিজাত। অন্যদিকে একজন ধ্রুব অর্থাৎ আদৃতকে রং লাগাতে এলে সে রং খেলতে চায় না। কিন্তু অন্যদের জন্য বারণ থাকলেও নায়িকা কি আর সেই কথা শোনে! জল দিয়ে বরকে ভিজিয়ে দেয় জোনাকি। ব্যাস, আর কোথায় পালাবে সে। ধ্রুব বলে ওঠে, 'জোনাকি বিশ্বাস এবার দেখো মজা।' বলেই সে লাল আবির দিয়ে স্ত্রীকে রাঙিয়ে দেয়। আর তখনই সেখানে খলনায়িকা ওরফে ধ্রুবর প্রাক্তন প্রেমিকা সঞ্জনা আসে। আর বলে, 'মিত্তির বাড়ির নতুন সদস্যকে ছাড়াই রং খেলে ফেললে?' কোন সদস্যের ইঙ্গিত দিল সে? আবার নতুন করে দোলের দিন কোন ঝড় উঠবে ধ্রুব এবং জোনাকির জীবনে? সেই সমস্ত প্রশ্নের উত্তর সময় দেবে।
কী বলছে দর্শকরা?
এই প্রোমো প্রকাশ্যে আসতেই নেটপাড়ার একাংশ মিল পেয়েছে মিঠাই ধারাবাহিকের সঙ্গে। তাঁদের কেউ লেখেন, 'মিঠাই একবারই হয়। বারবার নয়।' কেউ আবার লেখেন, 'মিঠাইয়ের মতো সব কিছু যত করুক মিঠাই রানীর মত অভিনয় করতে পারবে না।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'মিঠাইয়ের নকল করতে চাইছে তাও টিআরপি উঠাতে পারছে না।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'মিঠাইয়ে এমন একটা সিন ছিল না? ওই এক গল্পই শুধু নাম বদলেছে।' পঞ্চম জনের মতে, 'এত কিছু করেও কোন লাভ হবে না, গল্পের প্লট প্রেজেন্টেশন ভীষণ বোরিং।'
আরও পড়ুন: আসছে জিৎ - প্রসেনজিতের ‘খাকি’, তার আগেই নস্টালজিক অঙ্কুশ! লিখলেন, 'একটা সময় ডিভিডি কিনে...'
অন্যদিকে কেউ কেউ আবার এই প্রোমোতে পারিজাতের লুকের সঙ্গে প্রয়াত অভিনেত্রী পল্লবীর মিল খুঁজে পেয়েছেন। এক ব্যক্তি সেই কথা মনে করে লেখেন, 'পল্লবীদির মতো লাগল, হঠাৎ করে চমকে গেছিলাম! খুব পছন্দের একজন নায়িকা ছিল আমার।' দ্বিতীয় জন লেখেন, 'আমি সিরাজের বেগম ধারাবাহিকের নায়িকার মতো লাগল।' তৃতীয় জন লেখেন, 'প্রথমে চমকে উঠেছিলাম। এক ঝলক দেখে পল্লবীর মতো লাগল।'