২০২৩-এ অস্কার জয়ের স্বপ্ন পূরণ হয়েছে দেশের সিনেমাপ্রেমীদের। RRR-এর 'নাটু নাটু' ও এলিফ্যান্ট হুইস্পারার্স-এর হাত ধরে এসেছে অস্কার। তবে বেশকিছু ঘটনায় অস্কার অনুষ্ঠান নিয়ে বিতর্ক তৈরি করেছে। যার মধ্যে যেটি নিয়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে তা হল এলিফ্যান্ট হুইস্পারার্স-এর প্রযোজক গুণিত মঙ্গাকে কথা বলতে না দেওয়া। নিয়ম অনুসারে বিজয়ীরা ৪৫ সেকেন্ড করে ধন্যবাদ জ্ঞাপন ও অনুভূতি শেয়ারের সুযোগ পান। তবে অস্কার মঞ্চে থামিয়ে দেওয়া হয় গুণিত মঙ্গাকে। ঘটনা না মানতে পেরে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালেও ভর্তি করতে হয় তাঁকে।
ঠিক কী ঘটেছিল?
অস্কার মঞ্চে বক্তব্য রাখছিলেন ‘দ্যা এলিফ্যান্ট হুইস্পারার্স’এর পরিচালক কার্তিকী গঞ্জালভিজ। তাঁর পাশেই দাঁড়িয়েছিলেন গুণিত মঙ্গা। কার্তিকীর বক্তব্য শেষ হলে গুণিত কিছু বলতে যাবেন, তখনই পিছন থেকে অর্কেস্ট্রা বেজে ওঠে। মাইকের সাউন্ড বন্ধ করে দেওয়া হয়। কিছু না বলেই দর্শকাসনে ফিরে যান গুণিত মঙ্গা।
এবিষয়ে অস্কার জয়ী সঙ্গীত পরিচালক এম এম কিরাবানিও মুখ খুলেছেন। তিনি বলেন, ‘ওকে(গুণিত মঙ্গা) কথা বলতে দেওয়া হয়নি। এরপর ওঁর শ্বাসকষ্ট হতে শুরু হয়, দম আটকে আসছিল, তখন হাসপাতালে ভর্তি করতে হয়।’ গুণিত জানান, গোটা ঘটনায় তিনিও কষ্ট পেয়েছেন ভীষণ। তাঁর কথায়, ‘মাইক বন্ধ করে দেওয়া হয়, কথা বলতে দেওয়া হয়নি আমায়। আমি শুধু বলতে চেয়েছিলাম এটি ভারতীয় প্রযোজনায় ভারতের প্রথম অস্কার, দুজন নারীর জয় এটা, যা বড় বিষয়। তবে আমি নিশ্চিত,আমি আবারও ওই মঞ্চে ফিরব, তখন আমার কথা শোনা হবে।’
আরও পড়ুন-রোগা হলেও নুসরত নাকি ভীষণ 'পেটুক', অভিনেত্রীর কাণ্ড ফাঁস করেন অঙ্কুশ
তবে অস্কার অনুষ্ঠানের পরে পার্টিতে হাসিখুশিই দেখা গিয়েছিল গুণিত মঙ্গাকে। তিনি জানান, আন্তর্জাতিক চলচ্চিত্র ব্যক্তিত্বরা অস্কার পরবর্তী পার্টিতে তাঁর সঙ্গে কথা বলেন, যা ঘটেছে সেজন্য দুঃখ প্রকাশ করেন।