বাংলা নিউজ > বায়োস্কোপ > Joyejit: ছবিতে কাজ দেওয়ার আছিলায় মডেলের সঙ্গে সহবাস! নয়া অভিযোগে বিদ্ধ জয়জিৎ, রইল আইনি হুঁশিয়ারি

Joyejit: ছবিতে কাজ দেওয়ার আছিলায় মডেলের সঙ্গে সহবাস! নয়া অভিযোগে বিদ্ধ জয়জিৎ, রইল আইনি হুঁশিয়ারি

স্ত্রীকে ডিভোর্স দেওয়ার আশ্বাস দিয়ে মডেলের সঙ্গে সহবাস! নয়া অভিযোগে বিদ্ধ জয়জিৎ

Joyejit: কিছু পেতে গেলে তো কম্প্রোমাইজ করতে হবে, মডেলকে সোজাসুজি জানান জয়জিৎ,এমনটাই অভিযোগ নির্যাতিতার। 

রবিবার অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় 'ব্রা-য়ের সাইজ জানতে চাওয়ার অভিযোগ এনেছিলেন এক উঠতি অভিনেত্রী। সেই অভিযোগ উড়িয়ে স্ক্রিনশট প্রমাণ দেন জয়জিৎ। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিস্ফোরক অভিযোগ অভিনেতার নামে। 

যৌন হেনস্থার জেরে ডিরেক্টর্স গিল্ড সাসপেন্ড করেছে অরিন্দম শীলকে। গত শনিবার এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই টলিউডের যৌন হেনস্থার ঘটনা নিয়ে সরগরম ইন্ডাস্ট্রি। এবার অভিনেতা জয়জিৎ-এর বিরুদ্ধে আনন্দবাজার অনলাইনে মুখ খুলেছেন এক মডেল। 

ওই মডেলের অভিযোগ জয়জিৎ ফেসবুক মারফত যেচে যোগাযোগ করেছিলেন তাঁর সঙ্গে। মডেলের ভূয়সী প্রশংসা করে তাঁকে বাংলা ছবিতে কাজ পাইয়ে দেওয়ার কথাও জানিয়েছিলেন। নির্যাতিতা বলেন, ‘আমিও অভিনয় করার জন্য অপেক্ষায় ছিলাম। ফলে, জয়জিৎ নিজে থেকে যোগাযোগ করায় হাতে যেন চাঁদ পেয়েছিলাম।’ তবে এই ঘটনার পরই বদলে যায় মডেলের জীবন। সোজাসুজি শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন জয়জিৎ, এমনটাও বলেন, ইন্ডাস্ট্রিতে কিছু পেতে গেলে ‘কম্প্রোমাইজ’ করতে হবে। সেই সংক্রান্ত কথোপকথনের স্ক্রিনশটও সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে দিয়েছেন নির্যাতিতা মডেল। 

জয়জিৎ জানিয়েছিলেন, তাঁর স্ত্রীকে শীঘ্রই ডিভোর্স দেবেন তিনি। এই আছিলায় সহবাসও করেন মডেলের সঙ্গে। তবে জয়জিৎ-এর ভুয়ো আশ্বাসের ফাঁদ থেকে বেরাতো অভিনেতার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন মডেল। তবে পাত্তা দেননি জয়জিৎ ঘরণী শ্রেয়া। 

মডেলের আফসোস এই ধরণের ঘটনায় সমাজ আজও মেয়েদেরকেই কাঠগড়ায় দাঁড় করায়।  সেই কারণে এতদিন চাইলেও সত্যিটা সাহস করে বলতে পারেননি। নিজের সঙ্গে ঘটা অন্যায়ের বিচার চান ওই মডেল। এই প্রসঙ্গে জয়জিৎ কী জানিয়েছেন? শারীরিক সম্পর্ক তো দূরের কথা ওই মডেলকে নাকি চেনেনই না জয়জিৎ। তাঁর হুঁশিয়ারি, ‘আদালতে দেখা হবে ওই মহিলার সঙ্গে’। 

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা! সহ অধিনায়ক বুমরাহ! দল থেকে বাদ এই পেসার… মেয়েকে নিয়ে করণ-বিপাশার দু্র্গা দর্শন!পুজো মণ্ডপে নজরকাড়া দেবীর দুষ্টুমি ফের ট্রেন দুর্ঘটনা, তামিলনাড়ুতে মালগাড়ির সঙ্গে বাগমতী এক্সপ্রেসের সংঘর্ষ ‘আমি ব্যাটার, ব্যাট করে বাড়ি চলে যাব’, গলি ক্রিকেটের স্মৃতি ফেরালেন পন্ত… অভিতাভ যখন খলনায়ক, যে ৫ ছবিতে ভিলেন হয়েছেন বিগ বি রণবীরের থেকে আলাদা, মুখার্জিদের দুর্গাপুজোয় মায়ের আর্শীবাদ নিতে আলিয়ার সঙ্গী কে? মহিলা T20 বিশ্বকাপে পাকিস্তানকে ধুয়ে দিল অস্ট্রেলিয়া! চিন্তা বাড়ল ভারতের? জয়া ব্যস্ত দুর্গাপুজোয়, ৮২তম জন্মদিনটা কেমনভাবে কাটালেন অমিতাভ? জলসায় জনসমুদ্র 'রাহুল গান্ধী ভালো কাজ না করলে লোকসভার বিরোধী দলনেতা বদলেও দিতে পারে INDIA...' রবিবার রাজ্য জুড়ে রান্না বনধ! অরন্ধনের অনুরোধ জুনিয়রদের, ধর্মতলায় জনস্রোত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.