রবিবার অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় 'ব্রা-য়ের সাইজ জানতে চাওয়ার অভিযোগ এনেছিলেন এক উঠতি অভিনেত্রী। সেই অভিযোগ উড়িয়ে স্ক্রিনশট প্রমাণ দেন জয়জিৎ। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিস্ফোরক অভিযোগ অভিনেতার নামে।
যৌন হেনস্থার জেরে ডিরেক্টর্স গিল্ড সাসপেন্ড করেছে অরিন্দম শীলকে। গত শনিবার এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই টলিউডের যৌন হেনস্থার ঘটনা নিয়ে সরগরম ইন্ডাস্ট্রি। এবার অভিনেতা জয়জিৎ-এর বিরুদ্ধে আনন্দবাজার অনলাইনে মুখ খুলেছেন এক মডেল।
ওই মডেলের অভিযোগ জয়জিৎ ফেসবুক মারফত যেচে যোগাযোগ করেছিলেন তাঁর সঙ্গে। মডেলের ভূয়সী প্রশংসা করে তাঁকে বাংলা ছবিতে কাজ পাইয়ে দেওয়ার কথাও জানিয়েছিলেন। নির্যাতিতা বলেন, ‘আমিও অভিনয় করার জন্য অপেক্ষায় ছিলাম। ফলে, জয়জিৎ নিজে থেকে যোগাযোগ করায় হাতে যেন চাঁদ পেয়েছিলাম।’ তবে এই ঘটনার পরই বদলে যায় মডেলের জীবন। সোজাসুজি শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন জয়জিৎ, এমনটাও বলেন, ইন্ডাস্ট্রিতে কিছু পেতে গেলে ‘কম্প্রোমাইজ’ করতে হবে। সেই সংক্রান্ত কথোপকথনের স্ক্রিনশটও সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে দিয়েছেন নির্যাতিতা মডেল।
জয়জিৎ জানিয়েছিলেন, তাঁর স্ত্রীকে শীঘ্রই ডিভোর্স দেবেন তিনি। এই আছিলায় সহবাসও করেন মডেলের সঙ্গে। তবে জয়জিৎ-এর ভুয়ো আশ্বাসের ফাঁদ থেকে বেরাতো অভিনেতার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন মডেল। তবে পাত্তা দেননি জয়জিৎ ঘরণী শ্রেয়া।
মডেলের আফসোস এই ধরণের ঘটনায় সমাজ আজও মেয়েদেরকেই কাঠগড়ায় দাঁড় করায়। সেই কারণে এতদিন চাইলেও সত্যিটা সাহস করে বলতে পারেননি। নিজের সঙ্গে ঘটা অন্যায়ের বিচার চান ওই মডেল। এই প্রসঙ্গে জয়জিৎ কী জানিয়েছেন? শারীরিক সম্পর্ক তো দূরের কথা ওই মডেলকে নাকি চেনেনই না জয়জিৎ। তাঁর হুঁশিয়ারি, ‘আদালতে দেখা হবে ওই মহিলার সঙ্গে’।