আম্বানিদের বাড়ির দ্বিতীয় দিনের উদযাপনে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর উপস্থিতি নিয়ে বেশ উন্মাদনা পদ্মফুল-অনুরাগীদের মধ্যে। এমনকী, রবিবার সকাল থেকে একটা ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। যেখানে মোদীর পিছনে দেখা গেল সপরিবারে মুকেশকে। এমনকী, স্টেজ থেকে নেমে এসেছে নব দম্পতিও।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং এমডি মুকেশ আম্বানির ছেলে অনন্ত শুক্রবার সেলিব্রিটি, রাজনীতিবিদ, চলচ্চিত্র তারকা এবং ক্রিকেটারদের উপস্থিতিতে একটি তারকা খচিত অনুষ্ঠানের মাধ্যমে চাইল্ডহুড সুইটহার্ট রাধিকা মার্চেন্টকে বিয়ে করেন। অনুষ্ঠানটি মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে বসেছিল। এটি একটি কনভেনশন সেন্টার যা আম্বানি পরিবারের দ্বারা নির্মিত এবং মালিকানাধীন।
আরও পড়ুন: ‘আম্বানির কুকুর হতেও ভাগ্য লাগে’! অনন্তর পোষ্য শেরওয়ানি গায়ে, কেড়ে নিল সকলের মন, দেখুন ভিডিয়ো
সাদা পঞ্জাবি আর গ্রে রঙের ওয়েস্ট কোট পরে বিয়েবাড়িতে এসেছিলেন মোদী। ভাইরাল হওয়াএকটি ভিডিয়োতে দেকা গেল নিরাপত্তার ঘেরাটোপে মোদী এগিয়ে যাচ্ছেন। হাত নাড়ছেন সবার দিকে। ঠিক পিছনেই অনন্ত, মুকেশ। একটু পিছনে আকাশ আর শ্লোকা। আর অনেকটা পিছনে ভারী লেহেঙ্গা দু হাতে তুলে প্রায় দৌড়চ্ছে নতুন বউ রাধিকা আর আম্বানির মেয়ে ইশা।
আরও পড়ুন: আরও পড়ুন: ২য় দিনেও বিয়েবাড়িতে বউ-মেয়েকে সঙ্গ দিলেন না অভিষেক! ঠিক কোন কারণে ট্রোল ঐশ্বর্য
এই ভিডিয়োর কমেন্ট সেকশনে একজন লেখেন, ‘মোদীর ক্ষমতা। বর-বউকেও স্টেজ থেকে নামিয়ে ছাড়ল’। দ্বিতীয়জন লেখেন, ‘নতুন বউ কাপড় তুলে দৌড়চ্ছে। আর কী কী যে দেখতে হবে ভাই।’
আরেকটা ভিডিয়োতে দেখা যায় একদম প্রথম সারিতে বসে আছেন মোদী। আকাশ আম্বানি ও ইশা আম্বানির মাঝখানে বসে আছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: ঐশ্বর্যর প্রতি কি অভিমান অমিতাভের? বিয়ে বাড়ি থেকে ফিরে কী লিখলেন ব্লগে
শুক্রবার এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আম্বানির বিয়েতে যোগদানের আগে বলেছিলেন, ‘আমার যাওয়াই হত না। এতবার ওরা ফোন করছে। মুকেশ, অনন্ত সকলেই একের পর এক ফোন করছে।’
আপাতত সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে আম্বানিদের বাড়ির বিয়ের ভিডিয়ো ফুটেজে। রীতিমতো ট্রেন্ড করছে ভারতের সবচেয়ে বিত্তশালী পরিবারের ছোট ছেলের বিয়ের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। যা চলবে রবিবার অবধি। ইতিমধ্যেই সচিন থেকে ধোনি, রণবীর-দীপিকা থেকে বচ্চন পরিবার হাজিরা দিয়েছেন সেজেগুজে। দেখার রবিবার কী কী চমক অপেক্ষা করে আছে।