বলিউডের অন্যতম চর্চিত সিনেমা ‘মোহাব্বতে’। ছবিতে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বর্য রায় বচ্চনের মতো স্টার কাস্টরা অভিনয় করেছিলেন। তেমনি এই যুবকেন্দ্রিক ছবিতে বেশ কিছু নতুন মুখও দেখা গিয়েছিল। এই ছবি থেকে নতুন ৬ জনের বলিউডে অভিনয় জীবন শুরু হয়। তারমধ্যেও অনেকটা ঠিক-ভুল রয়েছে। অভিনেত্রী প্রীতি জাঙ্গিয়ানিও এই ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেছিলেন।
বর্তমানে বলিউডে থেকে একেবারেই হারিয়ে গেছেন প্রীতি। জন্ম মুম্বাইয়ের এক সিন্ধি পরিবারে। ছোট থেকেই মুম্বইতে তাঁর পড়াশুনো এবং বেড়ে ওঠা। স্কুল শেষ করে তিনি জয় হিন্দ কলেজে ভর্তি হন। কম্পিউটার গ্রাফিক্স সংক্রান্ত একটি কোর্স করতেন। পাশাপাশি কলেজে পড়তে পড়তে মডেলিং শুরু করেন।
কিছু ছোটখাটো মডেলিং অ্যাসাইনমেন্ট করার পরে, তিনি একটি মিউজিক ভিডিয়োতে কাজ করার সুযোগ পান। মিউজিক ভিডিয়োটি পরিচালনা করেছেন রাধিকা রাও এবং বিনয় সাপ্রুর জুটি। একই পরিচালক জুটি, যিনি সলমন খানের সঙ্গে 'লাকি- নো টাইম ফর লাভ' তৈরি করেছিলেন। যদিও মিউজিক ভিডিয়ো তেমন জনপ্রিয়তা পায়নি। তবে প্রীতি চলে আসেন বলিউডের লাইমলাইটে।
রাজশ্রী প্রোডাকশন থেকে অফার পান প্রীতি। মিউজিক ভিডিয়োর জন্য প্রীতি জাঙ্গিয়ানির সঙ্গে সেই সময় যোগাযোগ করা হয়েছিল। ভিডিয়ো পরিচালনার দায়িত্বে ছিলেন কুণাল কোহলি। গানটির কোরিওগ্রাফি করছিলেন সরোজ খান। আর কস্টিউম ডিপার্টমেন্ট সামলাচ্ছিলেন মনীশ মালহোত্রা। প্রীতি ছিলেন সম্পূর্ণ নবাগত। গানের নাম ছিল- 'ছুই মুই সি'। এই গানটি ছিল রাজশ্রীর 'ইয়ে হ্যায় প্রেম' অ্যালবামের একটি অংশ। এই মিউজিক ভিডিয়োতে প্রীতির অভিনয় বেশ সমালোচিত হয়েছিল।
এরপরই ধীর ধীরে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করেন প্রীতি। পবন কল্যাণ থেকে বালকৃষ্ণ এবং প্রশান্তের মতো জনপ্রিয় দক্ষিণ ভারতীয় তারকাদের সঙ্গে অভিনয় করার সুযোগ পান। এরপরই যশ রাজ ফিল্মসের তরফে প্রীতির ডাক আসে। আদিত্য চোপড়া প্রীতিকে নিজের অফিসে ডেকে পাঠান।
'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে'-এর মতো ব্লকবাস্টার ছবি করেছিলেন আদিত্য। এবার তরুণ প্রজন্মকে নিয়ে ‘মোহাব্বাতে’ তৈরি করতে যাবেন তিনি। এই ছবিতে একটি ভূমিকার জন্য প্রীতি জাঙ্গিয়ানিকে যোগাযোগ করা হয়েছিল। 'মোহাব্বতেন'-এ প্রীতির চরিত্রে দেখা গেছে ধ্রুপদী নৃত্যশিল্পী হিসেবে। এজন্য তাঁকে আরও কঠোর পরিশ্রম করতে হয়েছে। এই ছবিতে অভিনয় করা প্রত্যেক অভিনেতাই তারকা হয়েছেন। যারা আগে থেকেই তারকা ছিলেন, তাঁদের স্টারডম আরও শক্তিশালী হয়েছে।
‘মোহাব্বাতে’এর পর প্রায় ১০টি নতুন ছবির জন্য চুক্তি করেছিলেন প্রীতি। কিন্তু সমস্যা হল তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি দীর্ঘদিন ধরে এই রোগের সঙ্গে লড়াই করছিলেন, যে কারণে ছবিগুলো তাঁর হাত থেকে চলে যাচ্ছিল। অনেক রিপোর্টে এটাও দাবি করা হয়েছে যে যশ রাজ ফিল্মসের সাথে চুক্তিবদ্ধ হওয়ার কারণে প্রীতিকে কিছু ছবি ছাড়তে হয়েছিল। এতে সুভাষ ঘাইয়ের একটি ছবিও অন্তর্ভুক্ত ছিল। এরপর বেশ কিছু ছবিতে অভিনয় করতে দেখা গেছে প্রীতিকে। তেমন জনপ্রিয় হয়নি সেই ছবি।
২০০৮ সালে ‘উইদ লভ তুমারা’ ছবির শ্যুটিং চলাকালীন সহ অভিনেতার প্রেমে পড়েন প্রীতি। ছবির অভিনেতা পারভিন ও প্রীতি বিয়ে করেন শেষ পর্যন্ত। পারভীন ও প্রীতি একসঙ্গে সভেন এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা সংস্থা শুরু করেন। এছাড়াও তিনি অনেক ওয়েবসাইট এবং ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছেন। ২০১১ সালে, প্রীতির প্রোডাকশনের ছবি 'সাহি বন্দে গলত ধান্দে' মুক্তি পায়।
বর্তমানে স্বামী পারভিন এবং দুই সন্তানের সঙ্গে মুম্বইতে থাকেন অভিনেত্রী। আগামী কয়েকদিনের মধ্যে একটি বড় প্রযোজনা সংস্থার সঙ্গে যৌথভাবে নতুন ছবির ঘোষণা করতে চলেছেন প্রীতি। এছাড়াও, তাকে শীঘ্রই কিছু OTT শোতে দেখা যাবে।