ভারতীয় ক্রিকেট দলের পেসার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান বিতর্কিত নাম! তাঁর আর শামির সম্পর্ক নিয়ে খবর কম হয় না! তাছাড়াও নানা ধরনের বিতর্কিত পোস্ট করেও খবরে থাকতে ভালোবাসেন হাসিন। আর ঠিক সেরকমটা করলেন সোমবারেও।
ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন হাসিন। দেখে বোঝা যাচ্ছে, রক্ত পরীক্ষা করতে গিয়েছেন তিনি। মুখে মাস্ক। রক্ত টানার সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন হাসিন। আর ক্যাপশনে লিখেছেন, ‘সামান্য কথায় ৬ বোতল রক্ত নিয়ে নিয়েছে’!
হাসিনের এই পোস্ট বিতর্কের জন্ম দিয়েছে। ৬ বোতল রক্ত শরীর থেকে বেরিয়ে গেলে যে কী হতে পারে সে বিষয়ে কোনও ধারণা নেই বলে শামির বউকে কটাক্ষ করেছেন বড় একটা অংশ। সঙ্গে অনেকেই আবার উদ্বেগ প্রকাশ করেছেন হাসিনের স্বাস্থ্যের কথা ভেবে। হঠাৎ কেন গেলেন রক্ত পরীক্ষা করতে সেই প্রশ্নও উঠেছে।
কলকাতার বাসিন্দা হাসিন জাহান মডেল হিসেবে খুব বিখ্যাত। ২০১৪ সালে মহম্মদ শামিকে বিয়ে করেন তিনি। তবে আপাতত বিবাহবিচ্ছেদের মামলা চলছে আদালতে। আইপিএলের চিয়ার লিডার ছিলেন হাসিন। তখনই পরিচয় হয় শামির সাথে। পরিবারের অমতেই বিয়ে করেন দু'জন। তবে ২০১৮ সালে পরকীয়া, শারীরিক নির্যাতন, খুনের চেষ্টা, ধর্ষণ সহ একাধিক অভিযোগ এনেছিলেন শামি ও তাঁর পরিবারের বিরুদ্ধে। আপাতত মেয়েকে নিয়ে আলাদাই থাকেন।