প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেন মহম্মদ আজহারউদ্দিনের ছেলে মহম্মদ আসাদউদ্দিন বাবার মতো নাম করতে পারেননি খেলার দুনিয়ায়। গোয়ার হয়ে রঞ্জি ট্রফি খেললেও, সেভাবে আসেননি প্রচারের আলোতে। তবে আপাতত চর্চায় এই ক্রিকেটারের হেয়ার ট্রান্সপ্লান্টের ছবি। যা অনলাইনে শেয়ার করে নিয়েছেন আসাদউদ্দিনের বউ, সানিয়া মির্জার বোন আনম মির্জা।
বরের টাক মাথায় চুল গজানোর পরের চেহারায় বেশ উৎফুল্ল সানিয়ার বোন। যা নিয়ে লম্বা একটি পোস্টও শেয়ার করে নেন তিনি ইনস্টাগ্রামে। আমন মির্জা লিখলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না, এটা ইউজেনিক্স হেয়ার সায়েন্সেসে মহম্মদ আসাদউদ্দিনের রূপান্তর। কয়েক বছর আগে চুল প্রতিস্থাপন ব্যর্থ হওয়ার পরে, ডাঃ প্রদীপ শেঠির সঙ্গে দেখা হওয়ার আগে পর্যন্ত এই ব্যাপারে খুব অনিশ্চিত ছিল।’ এরপর তিনি ছবিগুলি শেয়ার করে লেখেন, ‘আগেরটি ২০২০ সালের, এবং এটি পরের, হেয়ার ট্রান্সপ্লান্টের পরের। একেবারে ব্রিলিয়ান্ট।’
আরও পড়ুন: বিয়ের বাকি দিন দশ! আদৃতের সঙ্গে কীভাবে ঝগড়া করে কৌশাম্বি, ফাঁস করল সহকর্মী
ছবিতে আসাদউদ্দিনের সম্পূর্ণ বদলে যাওয়া চেহারা ভাইরাল হয়েছে। পোস্টের শেষ ছবিতে দেখা যাচ্ছে, ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন তিনি।
পোস্টটি প্রায় ১৬ ঘণ্টা আগে শেয়ার করা হয়েছিল। তারপর থেকে এটি ৬ হাজারেরও বেশি লাইক পেয়েছে। ‘চেনা যাচ্ছে না একেবারেই’, লিখলেন এক নেট-নাগরিক। অপরজনের মন্তব্য, ‘আপনাকে দারুণ দেখাচ্ছে।’ তৃতীয়জনের মন্তব্য, ‘আসাদকে আগের মতোই হ্যান্ডসাম দেখাচ্ছে’।
আরও পড়ুন: ৩ বছরে বিয়ে ভাঙার খবর অনির্বাণের! অভিনেতার প্রতি মেয়ে মহুলের ‘ভালোবাসা’, ভাগ করলেন রূপঙ্কর
২০১৯ সালে ভারতের সাবেক অধিনায়ক ও রাজনীতিবিদ মোহাম্মদ আজহারউদ্দিনের ছেলে মোহাম্মদ আসাদউদ্দিনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ফ্যাশন উদ্যোক্তা আনম মির্জা। ২০২২ সালে এই দম্পতি কন্যা সন্তানের জন্ম দেন।
আমান মির্জার শেয়ার করা মোহাম্মদ আসাদউদ্দিনের রূপান্তরের আগে এবং পরে এগুলি সম্পর্কে আপনার মতামত কী?
আরও পড়ুন: ‘আমার খারাপ সময়ে…’! বিয়ের আগেই গর্ভবতী, ইলিয়ানা মুখ খুললেন বর মাইকেলকে নিয়ে
চলতি বছরে খবরে এসেছিল মির্জা পরিবার। জানুয়ারিতেই খবর এসেছিল শোয়েব মালিকের ৩ নম্বর বিয়ের। সানিয়ার বাড়ির লোকেরাই জানান, পাকিস্তানের ক্রিকেটারকাকে খুলা দিয়েছেন ভারতের টেনিস তারকা। আপাতত ছেলেকে নিয়ে দুবাইতেই থাকেন সানিয়া। তবে এই কঠিন সময়ে বোন-বাবা-মা-কে পাশে পেয়েছেন ভারতীয়-সুন্দরী।