শেষ হয়ে গিয়েছে ‘ইন্ডিয়ান আইডল ১২’। কিন্তু তবুও যেন দর্শকরা ভুলতে পারছেন না এবারের সিজন। বিজেতা হিসেবে পবনদীপের নাম ঘোষণা হওয়ার পর এমনিতেই চটেছে একটা অংশ। তারওপর অরুণিতা আর পবনদীপ আদৌ প্রেম করে কি করে না জানার প্রবল আগ্রহ যেন ধরে রাখতে পারছেন না তাঁরা। আর সে বিষয়েই গোপন কথা ফাঁস করলেন শোয়ের আরেক প্রতিযোগী মহম্মদ দানিশ। এমনকী, এই দুই যে মুম্বইতে এক বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনতে চান, সেটাও জানিয়েছেন।
দানিশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘ওদের নিয়ে হওয়া নানা খবরে ওরাও খুব একটা নজর দেয় না। ওরা কিন্তু খুব ভালো বন্ধু। ওদের বন্ডিংও খুব স্ট্রং। আমি প্রার্থনা করি আমাদের সকলের বন্ধুত্ব যেন সারাজীবন এরকমই থাকে।’ দানিশ আরও জানান, একই বিল্ডিংয়ে ফ্ল্যাট কেনার পরিকল্পনা করেছেন অরুণিতা আর পবনদীপ। তাঁর কথায়, ‘ওরা তো মুম্বইতে একইজায়গায় ফ্ল্যাট কেনার কথা ভাবছে। এমনকী আমরা সবাই তাই ভাবছি। পাশাপাশি থাকব যাতে সবসময় বন্ধুত্ব এরকমই থাকে। কখনও নষ্ট না হয়। আমরা আসলে বন্ধুর থেকে কখন যেন পরিবার হয়ে গিয়েছি।’
'ইন্ডিয়ান আইডল ১২' নিয়ে কম বিতর্ক হয়নি। প্রতিযোগীদের গান গাওয়ার মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্বয়ং কিশোর-পুত্র অমিত কুমার। তাঁর ‘টাকার জন্য প্রশংসা করেছি’ মন্তব্য ঘিরে সেসময় কম হইচই হয়নি। সে প্রসঙ্গে দানিশ জানান, ‘মাইকেল জ্যাকসনের ভিডিয়োতেও কিন্তু অনেকে ডিজলাইক করতেন, সেখানে আমরা চো চুনোপুটি।’