বাংলা নিউজ > বায়োস্কোপ > Hasin Jahan: হাসিনের নয়া ইনিংস! রুপোলি পর্দায় পা দিলেন শামির স্ত্রী,সৌমিত্রর শেষ ছবির নায়িকা

Hasin Jahan: হাসিনের নয়া ইনিংস! রুপোলি পর্দায় পা দিলেন শামির স্ত্রী,সৌমিত্রর শেষ ছবির নায়িকা

শামির স্ত্রীর নতুন ইনিংস

এবার অভিনয় সফর শুরু হাসিন জাহানের। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ ছবি ‘রিয়ালিটি শো’-তে অন্যতম প্রধান চরিত্রে থাকছেন মহম্মদ শামির স্ত্রী। 

হাসিন জাহান ভক্তদের জন্য দারুণ খবর। এবার এই সোশ্যাল মিডিয়া সেনসেশন রুপোলি পর্দায় ডেবিউ করতে চলেছেন। ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan)। তাঁকে দেখা যাবে বাংলা ছবি ‘রিয়ালিটি শো’ (Reality Show) তে। কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ ছবি এটি। আগামী শুক্রবারই মুক্তি পাবে ‘রিয়ালিটি শো’। এই ছবিতে নায়িকা চরিত্রে রয়েছেন হাসিন। পরিচালনায় বিশিখ তালুকদার। সৌমিত্র-হাসিন ছাড়াও এই ছবিতে দেখা মিলবে ঋতব্রত ভট্টাচার্য, পিয়া সেনগুপ্ত, কাঞ্চনা মৈত্র, দেবিকা মুখোপাধ্যায়, সোমা চক্রবর্তী, সৌমিক বসু, তাপসী মুন, শিশুশিল্পী সমৃদ্ধি বক্সীর।

দীর্ঘদিন ধরেই মডেলিং দুনিয়ার পরিচিত নাম হাসিন। অভিনেত্রী হওয়ারও শখ তাঁর অনেক দিনেরই। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে হাসিনের। সোশ্যাল মিডিয়ায় পুরোদমে নিজের প্রথম ছবির প্রচার সারছেন হাসিন।

ছবিতে এক গৃহবধূর চরিত্রে থাকছেন হাসিন। শাড়িতে একদম সাবেকি লুকেই ধরা দিয়েছেন তিনি। স্বামী-সন্তান নিয়ে সংসার তাঁর। পারিবারিক গল্প উঠে আসবে এই ছবিতে। 

সোশ্যাল মিডিয়ায় অতি-অ্যাক্টিভ হাসিন জাহান কখনও খোলামেলা ছবিতে তাক লাগিয়ে দেন, কখনও আবার একমাত্র মেয়ের মিষ্টি মুহূর্ত পোস্ট করেন। নেটমাধ্যমে তাঁর উপস্থিতি সর্বদাই চোখ টানে। মহম্মদ শামি ও হাসিন জাহানে সম্পর্ক নিয়ে বিতর্ক রয়েছে বিস্তর, এমনকি বিষয় গড়িয়েছে আদালত পর্যন্ত। কিন্তু কাগজে কলমে এখনও তাঁরা স্বামী-স্ত্রী।

পেশায় মডেল হাসিন আইপিএলে চিয়ার লিডার হিসাবে কাজ করেছেন। বেশ কিছু বিজ্ঞাপনী ক্যাম্পেনের সঙ্গেও যুক্ত থেকেছেন হাসিন। কলকাতার মেয়ে হাসিনের সঙ্গে শামির আলাপ আইপিএল-এর ফাঁকেই। প্রেমপর্বের পর ২০১৪ সালের ৬ জুনে বিয়ে করেছিলেন তাঁরা৷ দুজনের এক কন্যা সন্তানও রয়েছে। ২০১৮ সাল থেকেই ঝামেলা শুরু তাঁদের। শামির পরিবারের সদস্যদের বিরুদ্ধে খুন ও ধর্ষণের হুমকি পর্যন্ত এনেছিলেন তিনি! তাঁর দাবি ছিল ভারতীয় তারকা পেসার জড়িয়েছেন পরকীয়া সম্পর্কে।

সম্প্রতি তার হাসিনের বাবা তাঁর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। নিজের প্রয়াত ভাইয়ের সমস্ত সম্পত্তি বেআইনি ভাবে হাতিয়ে নিয়েছেন হাসিন, এমন অভিযোগ শামির স্ত্রীর নামে। ব্যক্তিগত জীবনের এত বিতর্কের মাঝে এবার নতুন ইনিংস শুরু করছেন হাসিন। অভিনেত্রী হিসাবে তাঁর কেরিয়ার কতটা সফল হয়, সেটাই এখন দেখবার। ৫ই অগস্ট মুক্তি পেতে চলা ‘রিয়ালিটি শো’ প্রযোজনার দায়িত্বে রয়েছে এফসিপি প্রোডাকশন।

বন্ধ করুন