বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘দেশের নাম শুধু হিন্দুস্তান অথবা ভারত হওয়া উচিত’, মোদি-শাহর কাছে আর্জি হাসিনের

‘দেশের নাম শুধু হিন্দুস্তান অথবা ভারত হওয়া উচিত’, মোদি-শাহর কাছে আর্জি হাসিনের

প্রধানমন্ত্রীর কাছে দেশের নাম বদলানোর আর্জি জানিয়েছেন হাসিন জাহান

দেশের নাম হোক ভারত বা হিন্দুস্তান, মোদি-শাহর কাছে দাবি মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহানের। প্রধানমন্ত্রীর কাছে দেশের নাম বদলানোর আর্জি জানিয়েছেন তিনি।

সদ্য ৭৫তম স্বাধীনতা দিবস পালন করেছে দেশ। ইন্ডিয়া নয়, দেশের নাম হোক ভারত কিংবা হিন্দুস্তান। চলতি বছর স্বাধীনতা দিবসে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজের এই ইচ্ছের কথা প্রকাশ করলেন মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান।

স্বাধীনতার হীরক জয়ন্তীতে মেতে উঠেছিল গোটা দেশ। ঘরে ঘরে পালিত হয়েছে আজাদির অমৃত মহোৎসব। অভিনেত্রী হাসিন জাহানও এ দিন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করেন। দেশাত্মবোধক গানের ছন্দে নৃত্য পরিবেশন করেন তিনি। এ দিন ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, ‘৭৫ বছরের স্বাধীনতা দিবসে প্রত্যেকেই আনন্দিত। ভারতমাতার জয়। আমাদের দেশই আমাদের গর্ব। আমিও ভারতকে ভালোবাসি। তবে আমার মনে হয়, দেশের নাম শুধু হিন্দুস্তান অথবা ভারত হওয়া উচিত।’

আরও পড়ুন: Anam Mirza: মা হলেন সানিয়া মির্জার বোন আনম, ছেলে হল না মেয়ে?

তিনি আরও লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জি, মাননীয় গৃহমন্ত্রী জি-র কাছে আমার আর্জি ‘ইন্ডিয়া’ নামটি বদলের, যাতে পুরো বিশ্ব আমাদের দেশকে ভারত অথবা হিন্দুস্তান নামে চেনে নাকি ইন্ডিয়া।’

আরও পড়ুন: 'আমি অন্তঃসত্ত্বা নই...’, আচমকা কেন অনিতার নেটমাধ্যমের পাতায় ভেসে উঠল এই ছবি!

উল্লেখ্য, ইংরাজি নাম ‘ইন্ডিয়া’ মূলত গ্রীক শব্দ ইন্ডিকা থেকে উৎপত্তি। ইন্ডিকা শব্দের উৎপত্তি সংস্কৃত শব্দ ‘সিন্ধু’ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে হাসিন আর্জি জানিয়েছেন, ‘ইন্ডিয়া’ নামটি বদলে ফেলে যেন ভারত কিংবা হিন্দুস্তান করা হয়। প্রসঙ্গত, এর আগেও একাধিক বার দেশের নামকে শুধুমাত্র ‘ভারত’ করার দাবি জানানো হয়েছিল। যদিও সেই নিয়ে এখনও কোনও বদল হয়নি। দেশের নাম বদলানোর প্রস্তাব দেওয়ার পর অনেকেই হাসিন জাহানকে ট্রোল করছেন।

আরও পড়ুন: KBC: ৮০০০মিটারের বেশি উচ্চতায় প্রথম কোন পর্বত শৃঙ্গ মানুষ জয় করেছে? কোটি টাকার প্রশ্ন

২০১৪ সালে ভারতীয় পেসার মহম্মদ শামির সঙ্গে হাসিন জাহানের নিকাহ হয়েছিল। ২০১৮ সালে শামির বিরুদ্ধে গার্হস্থ হিংসা সমেত একাঝধিক অভিযোগ করেন হাসিন। মহম্মদ শামির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং-এর মতো গুরুতর অভিযোগ করেছিলেন হাসিন। বিসিসিআই তদন্ত করে অবশ্য শামিকে নির্দোষ বলে জানিয়েছিল।

বন্ধ করুন
Live Score