বিচ্ছেদের পর মহম্মদ শামির মেয়ে আয়রা তার মায়ের কাছেই থাকে। বহুদিন পর বাবার সঙ্গে দেখা হল তার। মেয়েকে কাছে পেয়েই আনন্দে আত্মহারা ক্রিকেটার। আদরের বেবোর সঙ্গে একাধিক ছবি পোস্ট করে মন কেমন করা কথা লিখলেন শামি।
কী ঘটেছে?
বহুদিন পর মেয়েকে কাছে পেয়েই আনন্দে শপিং করতে যান মহম্মদ শামি। আর সেখানে তোলা বেশ কিছু ছবি তিনি এদিন পোস্ট করেন। সঙ্গে লেখেন একটি মন কেমন করা লেখা। কী লিখেছেন? মহম্মদ শামি তাঁর আদরের বেবোর জন্য লেখেন, 'বহুদিন পর ওকে যখন দেখি মনে হয় আমার সময় যেন থমকে গেছে। ভাষায় বলে বোঝাতে পারব না তোমায় কত ভালোবাসি বেবো।'
শামি এটা পোস্ট করা মাত্রই এক ঘণ্টার মধ্যে ১.৬০ লাখ লাইক পেয়েছে সেই পোস্ট। ক্রিকেটারের পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে তিনি তাঁর মেয়েকে কখনও দুই হাতে জড়িয়ে ধরেছেন, কখনও মেয়ের জন্য নিজেই জুতো বেছে দিচ্ছেন। দুজন যে এদিন বেশ জমিয়ে শপিং করে সেটা স্পষ্ট ভিডিয়ো দেখেই।
এই বিষয়ে বলে রাখা ভালো পায়ের গোড়ালিতে চোট পাওয়ার পর একাধিক সিরিজ থেকে ছিটকে যান শামি। তবে রঞ্জি ট্রফিতে তিনি বাংলার হয়ে খেলবেন। একই সঙ্গে তিনি যদি এর মধ্যে একদম ফিট হয়ে যান তাহলে ভারত অস্ট্রেলিয়া সিরিজেও খেলতে পারেন।
আরও পড়ুন: 'জয়া জি-কে কোন হিরোর সঙ্গে দেখলে হিংসে হতো?' KBC -তে এসেই অমিতাভকে গুগলি আমিরের! জবাবে কী বললেন বিগ বি?
আরও পড়ুন: মসজিদের মাইকে মহিষাসুরমর্দিনী বাজানোর দাবি বিজেপির তরুণজ্যোতির! লিখলেন, 'দুর্গাপুজোর মণ্ডপে যদি...'
প্রসঙ্গত গত বছর বিশ্বকাপের সময় মহম্মদ শামি এবং তাঁর স্ত্রীর তিক্ততার কথা আরও বেশি করে স্পষ্ট হয়। হাসিন জাহান জানিয়ে দেন তিনি ভারতের জয় চাইলেও শামিকে শুভেচ্ছা জানাবেন না। এবার একই সঙ্গে বলেন তিনি চান শামি যেন অনেকদিন খেলেন তাহলে তাঁর এবং তাঁর মেয়ের ভবিষ্যৎ নিরাপদ হবে। এরপর তাঁকে বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয়েছিল।