বিতর্ক যেন আর কমার নামই নিচ্ছে না! কদিন আগে এনার্জি ড্রিংকস পান করে, ট্রোলের মুখে পড়েন মহম্মদ শামি। এমনকী তিনি ‘বড় অপরাধ’ করে ফেলেছেন, এমনটা বলতে শোন যায় । অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজভিকে। আর এবার ট্রোলে শামির ৯ বছরের মেয়ে আইরা।
হাসিন জাহান মেয়ের রং খেলার কিছু ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, অনেকেই কমেন্টে এসে কটাক্ষ করছেন, কীভাবে পবিত্র রমজান মাসে এমন ‘অপরাধ’ করে ফেললেন শামি-কন্যা।
আরও পড়ুন: পুলিশ সেজে ‘খাঁকি ২’তে অভিনয় করতে এলেন সৌরভ! জিতের দাদাগিরি দেখেই ভয়ে পেলে বদলালেন মত
শনিবার রাতে অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজভি একটি ভিডিয়ো শেয়ার করে বলেন, ‘ও যদি বয়সে ছোট হয়, না বুঝে রং খেলে, তাহলে তা কোনো অপরাধ নয়। আর যদি বুদ্ধিমান হয়, সব বুঝেও রং খেলে থাকে, তাহলে এটি শরিয়তের বিরুদ্ধে।’
এরপর রাজভি জানান যে, তিনি শামি এবং তাঁর পরিবারের সদস্যদের উদ্দেশে বলতে চান যে, তাঁদের সন্তানদের শরিয়ত বিরোধী কিছু করতে দেবেন না এবং মুসলিমদের দোল উদযাপন এড়িয়ে চলা উচিত।
আরও পড়ুন: ‘অলি-গলির ছেলেরা…’! সোনার সংসারে করা নাচ নিয়ে ট্রোল, পালটা জবাব রুবেলের, ‘আশীর্বাদ করুন যেন…’
‘আমি শামি এবং তাঁর পরিবারের সদস্যদের কাছে আবেদন করেছি যে, যা শরিয়তে নেই, তা তোমাদের সন্তানদের করতে দিও না। হোলি হিন্দুদের জন্য একটি খুব বড় উৎসব, কিন্তু মুসলমানদের হোলি উদযাপন এড়িয়ে চলা উচিত। শরিয়ত জানার পরেও যদি কেউ হোলি উদযাপন করে, তাহলে তা অপরাধ’, বলেন রাজভি।
শামির সেমি-ফাইনাল বিতর্ক:
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের সময় অস্ট্রেলিয়ার ম্যাচে এনার্জি ড্রিংক পালন করতে দেখা যায় শামিকে। সেই সময় ভারতীয় পেসারকে একহাত নেন রাজভি। বলেন, ‘ইসলামিক আইনে শামি যা করেছেন, তা অপরাধ। অন্যতম বাধ্যতামূলক কাজ হল রোজা। যদি কোনও সুস্থ পুরুষ বা নারী রোজা না রাখেন, তবে সে অপরাধী।’
যদিও পরে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে শামিকে শুভেচ্ছাও জানান রাজভি। ভারতীয় দলের সব খেলোয়াড়দেরই অভিনন্দন জানান তিনি।