গত বছর ক্রিকেট বিশ্বকাপের সময় মহম্মদ শামিকে নিয়ে লাগাতার বিরূপ মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছেন হাসিন জাহান। তারপর মাঝে মধ্যেই তাঁকে লাইমলাইটে থাকতে গিয়েছে। এদিন শীতের রাতে তিনি যে ভিডিয়ো পোস্ট করেছেন তাতে যেন উষ্ণতা ছড়াল সোশ্যাল মিডিয়ায়। কী পোস্ট করলেন তিনি?
কী ঘটেছে?
হাসিন জাহান ইনস্টাগ্রামে দারুণ অ্যাক্টিভ। তিনি কখনও নিজের, কখনও তাঁর এবং তাঁর মেয়ের নানা ছবি, ভিডিয়ো পোস্ট করেন। বাদ দেন না শামিকে আক্রমণ শানাতেও। কিছুদিন আগেই ইনস্টাগ্রাম তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছেন যেখানে তাঁকে নাচতে দেখা যাচ্ছে। সাদা ফ্লোরাল প্রিন্টের থাই স্লিট সারারা প্যান্ট এবং টপ পরে তিনি বান্টি অউর বাবলি ছবিটি থেকে কাজরা রে গানটি নেচেছেন। অন্য কোথাও নয়, তাঁর বেডরুমেই আলিশা চিনয়ের এই গানে নেচে ঝড় তোলেন।
কাজরা রে গানটিতে নাচার সময় হাসিন জাহানকে কখনও চেয়ারে বসে, কখনও আবার সোফায় তো কখনও বিছানায় শুয়ে পড়ে নাচতে দেখা গিয়েছে। প্রপস হিসেবে ব্যবহার করেছেন তাঁর পোশাকের ওড়না। এই বিষয়ে জানিয়ে রাখা ভালো হাসিন জাহানের ইনস্টাগ্রামে ৩০১K ফলোয়ার্স!
হাসিন এবং শামির মেয়ের সঙ্গে ক্রিকেটারের দেখা
কিছু মাস আগেই মহম্মদ শামি এবং তাঁর মেয়ের দেখা হয়েছিল। সেই সময়ও বেশ কিছু অভিযোগ তোলেন হাসিন। মেয়ের সঙ্গে দেখা হওয়ার পর তাকে নিয়ে শপিংয়ে গিয়েছিলেন শামি। সেদিনের একটি আদুরে ভিডিয়োও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এরপর এদিন তাঁর বিচ্ছিন্না স্ত্রী হাসিন জাহান বিস্ফোরক অভিযোগ করলেন ক্রিকেটারের বিরুদ্ধে। জানালেন তিনি যা করেছেন সবটাই নাকি লোক দেখানো। হাসিন একই সঙ্গে জানিয়েছেন শামি তাঁদের মেয়ে আয়রাকে যে জামা জুতো কিনে দিয়েছেন তাঁর জন্য নাকি তাঁর কোনও খরচ হয়নি! ক্রিকেটার যে ব্র্যান্ডের হয়ে প্রচার করেন, সেই দোকানেই মেয়েকে নিয়ে গিয়েছিলেন, যাতে ফ্রিতে জিনিস কিনে দেওয়া যায়।
আরও পড়ুন: ফ্রিতে রাহাত আলি খানের কনসার্টের জন্য স্টেডিয়াম দিচ্ছে বাংলাদেশ সেনা
হাসিন এদিন আরও জানান, 'সব লোক দেখানো। মেয়ের পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে গিয়েছে, নতুন পাসপোর্ট বানানোর জন্য শামির সই লাগবে। ওই জন্যই মেয়ে ওর কাছে গিয়েছিল। কিন্তু শামি সই দেয়নি। শপিং মল নিয়ে গেছে, যে সংস্থার হয়ে বিজ্ঞাপন করে তাঁদের দোকানে নিয়ে গেছিল কারণ ওখান থেকে কিছু কিনলে ওর টাকা লাগে না। মেয়ে একটা গিটার আর খেলনা চেয়েছিল দেয়নি।'