বাংলা নিউজ > বায়োস্কোপ > Mohana-Sayan Age Gap: ‘সায়নদা আমার চেয়ে অনেক সিনিয়র…’, মিহির ‘ভালোলোক’ বয়সে বয়সে কত বড় মোহনার চেয়ে?

Mohana-Sayan Age Gap: ‘সায়নদা আমার চেয়ে অনেক সিনিয়র…’, মিহির ‘ভালোলোক’ বয়সে বয়সে কত বড় মোহনার চেয়ে?

‘সায়নদা আমার চেয়ে অনেক সিনিয়র…’, মিহির ‘ভালোলোক’ বয়সে বয়সে কত বড় মোহনার চেয়ে?

Mohana-Sayan Age Gap:

বাংলা টেলিভিশনের অন্যতম মিষ্টি নায়িকা মোহনা মাইতি। নাচের রিয়ালিটি শো থেকে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন অভিনেত্রী। জি বাংলার ‘গৌরী এল’ ধারাবাহিকের সঙ্গে অভিনয়ে হাতেখড়ি মোহনা। আঠারো বছর বয়সে দ্বিগুণ বয়সী নায়কের সঙ্গে রোম্যান্স করতে দেখা গিয়েছিল তাঁকে। গৌরী এল-র নায়ক বিশ্বরূপ মোহনার চেয়ে বয়সে ১৮ বছরের বড়। 

বর্তমানে অভিনেতা সায়ন বসুর সঙ্গে স্ক্রিনশেয়ার করছেন মোহনা। ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকেও পরিণত চরিত্রেই অভিনয় করছেন মোহনা। এখানেও সিঙ্গল মাদারের ভূমিকায় দর্শক দেখছে তাঁকে। কিন্তু জানেন কী মোহনা কিন্তু সবে ২০ বছরে পা দিয়েছে। হ্যাঁ, এখনও কলেজের গণ্ডি পার করেননি নায়িকা। এবার সায়নের সঙ্গে বয়সের ফারাক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। 

এক সাক্ষাৎকারে মোহনা বলেন, ‘সায়নদা খুব ভালো কো-স্টার। আমার চেয়ে অনেক সিনিয়র। আমার আগের সিরিয়ালের নায়কও আমার চেয়ে প্রচুর সিনিয়র ছিল। সিনিয়র মানুষদের থেকে অনেক কিছু শেখবার আছে। উনি নিজের কাজের প্রতি খুব সমর্পিত। সেটা দেখে আমি শিখছি'। টলিউড ফোকাস কলকাতাকে দেওয়া ওই সাক্ষাৎকারে অভিনেত্রী আরও বলেন, 'আমাদের মধ্যে খুব ভালো বন্ডিং গড়ে উঠেছে। দুজনেই দুজনকে ভালোভাবে বুঝি। ও কোথায় ধরবে, আমি কোথায় ছাড়ব (সংলাপ) সেটা নিয়ে আমাদের বোঝাপড়া রয়েছে’। 

সায়ন বয়সে ঠিক কতটা বড় মোহনার চেয়ে? অভিনেতার বয়স ত্রিশের কোঠার আশেপাশে, অর্থাৎ মোহনার সঙ্গে প্রায় ১০ বছরের বয়সের ফারাক রয়েছে সায়নের। কে প্রথম কাছে এসেছি-র আগে টুম্পা অটোওয়ালি সিরিয়ালে অভিনয় করেছেন সায়ন। চাকরিতে ইস্তফা দিয়ে অভিনয় কেরিয়ার শুরু তাঁর। এর আগে এক মাল্টি ন্যাশন্যাল কোম্পানিতে চাকরি করতেন সায়ন। দীর্ঘদিন কাটিয়েছেন দক্ষিণ ভারতে, মুম্বইতেও ছিলেন চাকরি সূত্রে। সেইসময়ই অভিনয়ের প্রশিক্ষণ নিতে শুরু করেন। এমবিএ-র ডিগ্রি রয়েছে অভিনেতার। তবে সে-সব ভুলে আপতত অভিনয়ই সায়নের ধ্যানজ্ঞান। 

শীঘ্রই পর্দায় মোহনার সঙ্গে সাতপাক ঘুরতে চলেছেন সায়ন। জমে উঠেছে মিহির ভালোলোক আর তাঁর মায়ের বিয়ের অনুষ্ঠান। সিরিয়ালের নতুন প্রোমোয় দেখা গেছে, মিহি যে মধুবনীর মা, মাসি নয় এমনটা সায়নের বাড়ির লোকের সামনে আসবে বিয়ের আসরে। পরিবারের বিরুদ্ধে গিয়েই মধুবনী আর মিহিকে আপন করে নেবে সায়ন, সেই গল্পই উঠে আসবে আগামিতে। 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

মেষের কেমন কাটবে এই সপ্তাহটি? জেনে নিন ৮ থেকে ১৪ সেপ্টেম্বরের রাশিফল ‘এমন ব্যাটার বানাও দুনিয়া ভয়ে কাঁপবে’, বাবা বললেও অশ্বিনদের ভবিষ্যৎ হলেন মানব মায়ের মৃত্যুই বেঁধে দিল তন্বী-রাজদীপকে, গণেশ পুজোয় প্রেমে শিলমোহর টলি-তারকার গণেশ চতুর্থীর পরেই ঋষি পঞ্চমীর পবিত্র উৎসব, জেনে নিন এই দিনের গুরুত্ব টাকা চেয়ে দেওয়া হয়েছিল হুমকি? বিশ্বভারতীর ছাত্রীর মৃত্যুতে ঘনীভূত হচ্ছে রহস্য ফর্ম পড়তিতে, কিন্তু আয়ের নিরিখে এখনও শীর্ষে রোনাল্ডো, কোহলি কত নম্বরে? বয়স শুধুমাত্র সংখ্যাই, ওল্ড ট্রাফোর্ডে ফ্রি কিক থেকে গোল করে প্রমাণ রুনির সম্পর্কে আজ কি সমস্যা হতে পারে? দেখুন কী বলছে আজকের প্রেম রাশিফল 'রাত দখলের নামে সিপিএম – বিজেপির ঝান্ডা নিয়ে মাতলামো করছে' দোষীরা শাস্তি পাক: আরজি কর কাণ্ডে গর্জে উঠল বাইশ গজ, কী বললেন ঋদ্ধি-মনোজ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.