হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই মালায়লাম ইন্ডাস্ট্রিতে যেন শোরগোল পড়ে গিয়েছে। সম্প্রতি শ্রীলেখা মিত্র অভিযোগ করায় কেরল চলচ্চিত্র অ্যাকাডেমির চেয়ারম্যান পদ থেকে সরে যান রণজিৎ। এবার অ্যাসোসিয়েশন অব মালায়লাম মুভি আর্টিস্ট সংগঠনের সভাপতির পদ থেকে সরলেন মোহনলাল। যদিও তাঁর বিরুদ্ধে এমন কোনও অভিযোগ নেই। তাও কেন এই পদক্ষেপ নিলেন তিনি?
আরও পড়ুন: 'আপনার দাড়িটা একটু ধরতে দিন' কৌন বনেগা ক্রোড়পতিতে প্রতিযোগীর বিটকেল আবদার শুনে হতভম্ব বিগ বি!
কী জানা গিয়েছে?
অ্যাসোসিয়েশন অব মালায়লাম মুভি আর্টিস্ট সংগঠনের ২ সদস্য তথা অভিনেতা সিদিক্কি এবং বাবুরাজের নামে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। তাঁরা এই সংগঠনের সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক ছিলেন। তাঁদের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পরই মোহনলাল সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। তারপর মঙ্গলবার ডিসলভ হয়ে যায় অ্যাসোসিয়েশন অব মালায়লাম মুভি আর্টিস্ট সংগঠনের এক্সিকিউটিভ কমিটি।
জানা গিয়েছে আগামী ২ মাসের মধ্যেই নতুন কমিটি তৈরি হবে। সিদিক্কিও সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন রবিবার। তাঁর বিরুদ্ধে একজন অভিনেত্রী ধর্ষণের অভিযোগ এনেছেন। অন্যদিকে যুগ্ম সম্পাদক বাবুরাজের বিরুদ্ধে একজন জুনিয়র অভিনেত্রী যৌন নিগ্রহের অভিযোগ এনেছেন। তবে তিনি না পদত্যাগ করেছেন, না এই অভিযোগ মেনেছেন।
আরও পড়ুন: বাবার সঙ্গে খেলতে মগ্ন ছোট্ট বাবিল, ছোটবেলার স্মৃতিতে ডুবলেন 'বিষাদ'গ্রস্ত ইরফান - পুত্র
অ্যাসোসিয়েশন অব মালায়লাম মুভি আর্টিস্ট সংগঠন আসলে একটি অতি প্রভাবশালী অভিনেতাদের সংগঠন যাঁরা মহিলা সদস্যদের অভিযোগের কথা শোনে না, কোনও পদক্ষেপ নেয় না। এমনটাই হেমা কমিটির রিপোর্টে উঠে এসেছে। এমনকি এও জানা গিয়েছে প্রভাবশালী ব্যক্তিরা থাকার দরুন লাগাতার ভাবে নির্ভয়ে মোলেস্টাররা অভিনেত্রী এবং জুনিয়র আর্টিস্টদের যৌন নিগ্রহ চালিয়ে গিয়েছেন।