এই সেদিন স্টার জলসায় শেষ হয়েছে ‘মোহর’। অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণের দিনকয়েক পরেই এই ধারাবাহিক বন্ধ করে দেওয়া হয়। যার ফলে বেশ মন খারাপ ছিল মোহর ওরফে সোনামণি সাহা-র অনুরাগীদের। তবে শোনা যাচ্ছে জলদি সকলের মুখে হাসি ফুটতে চলেছে।
মোহরকে মিস করছিলেন দর্শকরা। তার মাঝেই শোনা গেল সোনামণি সাহা খুব জলদি ফিরছেন ছোট পরদায়, তাও আবার স্টার জলসার হাত ধরেই। মোহরের নতুন প্রোজেক্টের খবর নিয়ে উচ্ছ্বাস অনেকের মধ্যেই।
ফেসবুকে অভিনেত্রীর ভক্তরা লিখতে শুরু করেন যে স্টার জলসায় আসতে শুরু করেছে সোনামণি-র নতুন সিরিয়াল। ‘রঙ্গবতী’ নামে একটি ধারাবাহিকের প্রোমোও নাকি এসে গিয়েছে। তবে সত্যি কি তাই? সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন, সোনামণি একটি সোনালি রঙের পোশাক পরে রঙ্গবতী গানে নাচছে। আর নীচেই নাকি লেখা আছে আসছে। এরপর থেকেই চাউর হয়ে যায় ‘রঙ্গবতী’র খবর। কিন্তু এই খবর ভুল হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি! আরও পড়ুন: পর্দার প্রেম বাস্তবে কতটা জমজমাট? সোনামণির সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট ‘শঙ্খ’ প্রতীক
‘দেবী চৌধুরাণী’ ধারাবাহিকে প্রথম দেখা মেলে সোনামণির। এরপর ‘মোহর’ দিয়ে সকলের মনে জায়গা করে নেন অভিনেত্রী। সাথে সম্পর্কে আসেন ধারাবাহিকের শঙ্খ অর্থাৎ প্রতীক সেনের সঙ্গে বলেই খবর। এই বিতর্কে সোনামণি এখনও মুখ না খুললেও, প্রতীককের দাবি পুরোটাই গুজব।
তবে স্বামী-কোরিওগ্রাফার সুব্রত রায়ের থেকে আলাদা থাকেন তিনি। ডিভোর্স ফাইলও করে দিয়েছেন। সে যাই হোক ‘রঙ্গবতী’ নিয়েই এখন দর্শকদের উন্মাদনা তুঙ্গে।