
‘মোহর’ ম্যাজিকে মোহিত দর্শকরা, টিআরপি তালিকায় সবার আগে ‘মোহদীপ’ জুটি
১ মিনিটে পড়ুন . Updated: 11 Dec 2020, 01:48 PM IST- গুনগুন-সৌজন্যর বিয়ের খুশিতেও মাতোয়ারা দর্শক, দ্বিতীয়স্থানে রয়েছে ‘খুড়কুটো’।
নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে মোহর-শঙ্খের বহু প্রতীক্ষিত বিয়ে। আপতত চলছে বিয়ের পরবর্তী অনুষ্ঠানের তোড়জোড়। সবমিলেয়ে মোহদীপ জুটিতে পুরোপুরিভাবে মোহিত হয়ে রয়েছে বাঙালি দর্শক। স্টার জলসার এই ধারাবাহিক টিআরপি তালিকায় ফের একবার প্রথমস্থান দখল করল। মোহরের রেটিং রীতিমতো ঈর্ষার কারণ হতে পারে প্রতিযোগিদের জন্য। ১১.৭ রেটিং নিয়ে এবার প্রথম হয়েছে মোহর। দু-নম্বর জায়গাও ধরে রাখল স্টার জলসার অপর ধারাবাহিক ‘খড়কুটো’। সেখানেও এখন সৌজন্য-গুনগুনের বিয়ের ঘিরেই যাবতীয় কর্মযজ্ঞ চলছে। বিয়ের উপর ভর করেই প্রবল দর্শক টানছে এই দুই ধারাবাহিক। বিয়ের দিন ছাতনাতলায় ছুটে বর দেখতে এসে হইচই ফেলে দেন গুনগুন (তৃণা সাহা)। আবার বিয়ের আসরে নেচে-গেয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে গুনগুন। এই সপ্তাহে ‘খড়কুটো’র সংগ্রহে ১১ রেটিং পয়েন্ট।
তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে জি বাংলার দুটি ধারাবাহিক- ‘করুণাময়ী রাণী রাসমণি’ এবং ‘কৃষ্ণকলি’। দুই ধারাবাহিকের সংগ্রহেই ৯.৯ পয়েন্ট। অর্থাত্ প্রথম দুয়ে থাকা ধারাবাহিকের থেকে বেশ খানিকটা ব্যবধার রয়েছে, তাই লড়াইয়ে ফিরতে নতুন কোনও চমক নিয়ে আসতে হবে এই দুই ধারাবাহিকের ক্রিয়েটিভ টিমকে। চতুর্থ স্থানে স্টার জলসার জোড়া মেগা সিরিয়াল ‘শ্রীময়ী’ ও ‘সাঁঝের বাতি’। ৯.৪ তাদের রয়েছে ঝুলিতে। অন্যদিকে জি বাংলার যমুনা ঢাকি চলতি সপ্তাহে পঞ্চম স্থান পেয়েছে। সংগ্রহে ৮.৭ পয়েন্ট।
এক নজরে দেখে নিন সেরা দশে রইল কারা-