এপ্রিল মাসে রণবীরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন আলিয়া। দেড় মাসের মাথায় প্রেগন্যান্সির খবর প্রকাশ্যে আনেন অভিনেত্রী। তারপর থেকেই জুনিয়র রণবীরের অপেক্ষায় দিনগুণছে নেটপাড়া। আপতত গর্ভাবস্থায় তৃতীয় পর্যায়ে রয়েছেন আলিয়া। খুব শীঘ্রই কাপুর খানদানে আসবে নতুন অতিথি। খুদের আগমনের জন্য ইতিমধ্যেই সাজোসাজো রব রালিয়ার বাড়িতে। এর মাঝে নবরাত্রির শেষদিন হবু মা-এর জন্য 'সাধ'-এর অনুষ্ঠানের আয়োজন করলেন নীতু কাপুর ও সোনি রাজদান।
সাধের অনুষ্ঠানে ঘেরওয়ালা হলুদ সালোয়ার কামিজে দ্যুতি ছড়ালেন আলিয়া, সঙ্গে জরি পাড় হলুদ পাজামা ও ম্যাচিং ওড়না। হবু মায়ের মাতৃত্বকালীন জেল্লা ফেটে পড়ছে। স্ফীতোদর নিয়ে ছোটবেলার বান্ধবী ও দিদি শাহিন ভাটের সঙ্গে হাসি মুখে পোজ দিলেন আলিয়া। বেবি শাওয়ারের অনুষ্ঠানে আলিয়ার লুক এখন ভাইরাল নেটপাড়ায়। আলিয়াকে এখন ঘিরে রেখেছেন আত্মীয়-পরিজনরা। ননদ ঋদ্ধিমা কাপুর সাহানিও ভাইবউয়ের সঙ্গে মিষ্টি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। বাদ যাননি রণবীরও। দিদির সঙ্গে দেখা মিলল হবু বাবারও। আনন্দের ঝলক তাঁর চোখেমুখে।
শুরুতে শোনা গিয়েছিল আলিয়ার সাধের অনুষ্ঠানে নাকি পুরুষদের ‘নো এন্ট্রি’, কিন্তু মোটেই তেমনটা ঘটছে না। আলিয়ার খুশিতে শামিল হয়েছেন করণ জোহর, অয়ন মুখোপাধ্যায়রা। পাশাপাশি রণবীর-আলিয়ার অ্যাপার্টমেন্ট ‘বাস্তু'তে হাজির হয়েছেন করিশ্মা কাপুর, মহেশ ভাট, অগস্ত্য নন্দা, শ্বেতা নন্দা বচ্চনরা।
বউমাকে আর্শীবাদ করতে এদিন ‘বাস্তু’তে হাজির হয়েছেন নীতু কাপুর। সারাক্ষণ মেয়েকে আগলে রাখছেন সোনি রাজদান। সবমিলিয়ে উৎসবের মেজাজ এখন কাপুর আর ভাট পরিবারে।
জানা গিয়েছে, আলিয়ার সাধের মেনু হবে ভেগান। কারণ বছর দুয়েক আগেই ভেগান জীবন-যাপন শুরু করেছেন আলিয়া। হবু মায়ের কথা মাথায় রেখেই সবটা প্ল্যান করেছেন সোনি এবং নীতু।
জুন মাসে মা হতে চলার সুখবর শেয়ার করে আলিয়া লিখেছিলেন, ‘Our baby ….. coming soon’। সঙ্গে শাবক-সহ সিংহ এবং সিংহির একটি ছবিও দিয়েছিলেন অভিনেত্রী। আপতত জারি রয়েছে অপেক্ষা। 'রালিয়া'র সন্তান ভূমিষ্ঠ হবে চলতি বছরেই!