বাড়িতে বসে দিওয়ালি উদযাপন করে ছবি পোস্ট করলেন অনুষ্কা শর্মা। দুবাই থেকে বহুদিন পর মুম্বই ফিরেছেন তিনি। আইভরি কুর্তি-চুড়িদারে অসাধারণ লুকসে ধরা দিয়েছেন তিনি। ছবিতে ক্যাপশন লিখেছেন, ‘সাজগোজ করেছি ঘরে বসে থাকব আর খাবো বলে। এটা দারুণ ব্যাপার। আশাকরি তোমাদের দিওয়ালি দারুণ কাটছে।‘
কিছুদিন আগে তিনি হ্যান্ড স্যানিটাইজারের ফটো পোস্ট করছিলেন। সঙ্গে থালা ভর্তি সাজানো ফুল। ক্যাপশনে লিখেছেন, 'হ্যান্ড স্যানিটাইজারগুলিও সাজানোরই অংশ। যে সময়ে আমরা বাঁচার চেষ্টা করছি।'
অনুষ্কা এবং বিরাট নতুন বছরের জানুয়ারিতে তাঁদের প্রথম সন্তান আসার অপেক্ষায়। ঘরে বসেই ছবি পোস্ট করতে দেখা যায় এখন তাঁকে। আপাতত ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলি। করোনার জেরে লকডাউনের পর বড় টুর্নামেন্ট।
প্রসঙ্গত, অগস্ট মাসের শেষে দুই থেকে তিন হওয়ার খবর ইনস্টাগ্রাম পোস্টে জানান বিরুষ্কা। দুই থেকে তিন হওয়ার খবর জানান তাঁরা।