আথিয়া শেট্টি এবং কেএল রাহুল শিগগিরই জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছে। ২০২৩ সালে গাঁটছড়া বাঁধেন দুজনে। গত বছরের নভেম্বরে মা হতে চলার সুখবর ভাগ করে নিয়েছিলেন সুনীল কন্যা। সম্প্রতি, আথিয়া এবং রাহুল তাদের বন্ধুদের সঙ্গে কিছু মিষ্টি মুহূর্ত উদযাপন করেছেন,সেখানেই আঁটসাঁট পোশাকে দেখা মিলল হবু মায়ের। যার মধ্যে দিয়ে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে আথিয়ার বেবি বাম্প।
আথিয়া এবং কেএল রাহুলের নতুন ইনিংস
সোমবার সামনে এসেছে হবু মায়ের নতুন ছবি। সেখানে দম্পতিকে তাদের বন্ধুদের সাথে পোজ দিতে দেখা যাচ্ছে, কেএল রাহুল গর্ভবতী আথিয়ার স্ফীতোদর জড়িয়ে ধরে আছেন। স্বামীর পাশে দাঁড়িয়ে পোজ দেওয়ার সময় আথিয়ার মাতৃত্বকালীন গ্লো ছিল চোখে পড়ার মতো। ছবিতে সাদা-কালোয় টুইনিং হবু বাবা-মার। কালো ফুল স্লিভস টাইট টপ আর সাদা স্কার্টে দেখা মিলল আথিয়ার। রাহুলের পরনে ছিল সাদা প্যান্ট আর কালো চেক শার্ট। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘বেবিস, হ্যাভিং আ বেবি’ (বাচ্চাদের বাচ্চা আসছে)।

আকানশা রঞ্জন কাপুরও ইনস্টাগ্রামে আথিয়ার সাথে একটি সুন্দর সেলফি শেয়ার করেছেন, যেখানে দুজনকে ক্যামেরার জন্য হাসতে দেখা যাচ্ছে। আথিয়া তার সুস্বাদু খাবারের এক ঝলক দিয়ে একটি ছবিও পোস্ট করেছেন। ইডলি-সাম্বারের মতো দক্ষিণ ভারতীয় খাবারে মন মজেছে হবু মায়ের।
গত নভেম্বরে আথিয়া শেট্টি এবং কেএল রাহুল, নায়িকার অন্তঃসত্ত্বা খবরটি ঘোষণা করেন যৌথ বিবৃতির মাধ্যমে। চিরকুটে লেখা ছিল, 'আমাদের সুন্দর আশীর্বাদ খুব তাড়াতাড়ি আসছে। ২০২৫ সালে'। সঙ্গে তাঁরা শেয়ার করে নিয়েছেন, দুটি ছোট্ট পায়ের ছবি। কবে মা হচ্ছেন আথিয়া? তা স্পষ্ট নয়, তবে তাঁর বেবি বাম্প দেখে স্পষ্ট আপতত গর্ভাবস্থার দ্বিতীয় পর্যায়ে রয়েছেন নায়িকা।
২০২৩ সালে কেএল রাহুলকে ভালোবেসে বিয়ে করেন আথিয়া। খান্ডালায় সুনীল শেঠির ফার্মহাউসে ঘনিষ্ঠ পরিবারের সদস্য এবং বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে আথিয়া লিখেছিলেন, 'তোমার আলোয় আমি ভালবাসতে শিখলাম। আজ, আমাদের প্রিয়জনের উপস্থিতিতে, আমাদের বাড়িতে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হলাম। অসম্ভব আনন্দ আর শান্তি পাচ্ছি। আমাদের হৃদয় ভালবাসা আর কৃতজ্ঞতায় পরিপূর্ণ। আমরা আমাদের আগামী নতুন জীবনের জন্য শুভেচ্ছা চাইছি।' এই মুহূর্তে প্রেগন্যান্সির তৃতীয় পর্যায়ে রয়েছেন আথিয়া।
সম্প্রতি ভারতের অস্ট্রেলিয়া সফরে স্বামী রাহুলের সাপোর্টে হাজির হয়েছিলেন আথিয়া। সেখানে বিরাট ঘরণী অনুষ্কার সঙ্গে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে।